ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিলা কারাতে প্রশিক্ষণ ক্যাম্প

প্রকাশিত: ০৩:১২, ২১ জানুয়ারি ২০১৫

মহিলা কারাতে প্রশিক্ষণ ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হলো মাসব্যাপী মেয়েদের বিশেষ আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ ক্যাম্প-২০১৫। বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নারী উদ্যোগ কেন্দ্রের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এই বিশেষ মহিলা কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় মঙ্গলবার। ধানম-ি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়া মেয়েদের হাতে সনদপত্র ও বেল্ট তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারাতে ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের সাবেক মহাপরিচালক মোখলেছুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যরা। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী এই আত্মরক্ষামূলক বিশেষ কারাতে প্রশিক্ষণ ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে ৪১ মহিলা কারাতেকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রশিক্ষক ইফাত আহসান মারিয়া।
×