ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শত কোটি টাকা লোকসান

লাগাতার অবরোধে ভোলায় মাছের বাজারে ধস

প্রকাশিত: ০৩:০৯, ২১ জানুয়ারি ২০১৫

লাগাতার অবরোধে ভোলায় মাছের বাজারে ধস

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২০ জানুয়ারি ॥ টানা ১৫ দিনের লাগাতারা হরতাল অবরোধের কারণে ভোলায় মৎস্যজীবীদের ব্যবসায় ধস নেমেছে। এর ফলে ইতোমধ্যেই কয়েক কোটি টকার লোকসান হয়েছে। এভাবে অবরোধ চলতে থাকলে ভোলার মৎস্য ব্যবসায়ীদের মাসে প্রায় শত কোটি টাকার লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ অবরোধের জন্য নদীতে আহরণকৃত মাছ জেলার বাইরে বিক্রি করতে হচ্ছে অনেক কমমূল্যে। এতে করে মারাত্মক লোকসানের মুখে পড়েছে শুধু আড়তদার ও পাইকাররাই নয়। পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় তারাও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সারাদিন জাল পেতে ও ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটের মধ্যে পড়েছে জেলেরাও। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মনে করছেন, গত মাসে প্রায় সোয়া দুই শ’ কোটি টাকার ইলিশ মাছ বিক্রি হলেও রাজনৈতিক অরাজকতার কারণে এ মাসে মাছে বিক্রি অর্ধেকে নেমে আসবে। সংশ্লিষ্ট সূত্র মতে, দ্বীপ জেলা ভোলার বেশিরভাগ মানুষ নদী মাছ ধরে জীবিকা নির্বাহ করে। জেলেরা প্রতিদিন মাছ ধরে জেলার ছোট বড় শতাধিক মৎস্য ঘাটে আড়তদারদের কাছে বিক্রি করে। স্থানীয় চাইতে দাম বেশি পাওয়ায় আড়তদাররাদের মাধ্যমে ঢাকার কারওয়ানবাজার, যাত্রাবাড়ি, সেহরীঘাট, কাটপট্টি, রামপুরাসহ বড় বড় পাইকারী বাজারে বিক্রি হয়ে থাকে ভোলার মেঘনা তেঁতুলিয়া থেকে আহরণকৃত মাছ। কিন্তু গত ১৫ দিনের টানা হরতাল আর অবরোধের কারণে জেলার বাইরে মাছ বিক্রি করতে গিয়ে নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে মৎস্য ব্যবসায়ীদের।
×