ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চান ভিয়েনার প্রবাসী বাঙালীরা

প্রকাশিত: ০৩:০৮, ২১ জানুয়ারি ২০১৫

 জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চান ভিয়েনার প্রবাসী বাঙালীরা

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিমেনস পার্কে ১৯ জানুয়ারি বিকেলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে প্রবাসী বাঙালীরা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে বাংকলেকারগাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, নির্মূল কমিটি অস্ট্রিয়ার সহসভাপতি একেএম শওকত আলী, আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাঙালী-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহী দাস সাহা, এবিএম মাইনুদ্দিন, মোহাম্মদ আলী, আব্দুস সাত্তার প্রমুখ। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে সমাবেশে এম নজরুল ইসলাম বলেন, ১৯৯২ সালের ১৯ জানুয়ারি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হওয়ার পর ওই বছরের ৩ মার্চ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির প্রথম জনসভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতি সমর্থন জানাতে গিয়ে বলেছিলেন, প্রয়োজনে আমার বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে করব। নজরুল ইসলাম বলেন, আমাদের স্বাধীনতা ও তাঁর আদর্শের স্থায়ী নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতাকারী, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং তাদের সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ অপরিহার্য।-বিজ্ঞপ্তি
×