ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্য ব্যাংকের এটিএম বুথ

গ্রাহককে প্রতি লেনদেনে দিতে হবে ১৫ টাকা

প্রকাশিত: ০৩:০০, ২১ জানুয়ারি ২০১৫

গ্রাহককে প্রতি লেনদেনে দিতে হবে ১৫ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে বর্তমানের মতো বুথ স্থাপনকারী ব্যাংক প্রতিবার ২০ টাকা চার্জ পাবে। তবে এখন থেকে গ্রাহককে দিতে হবে ১৫ টাকা, বাকি ৫ টাকা দেবে কার্ড ইস্যুকারী ব্যাংক। এতদিন এক্ষেত্রে ১০ টাকা ব্যাংক ও গ্রাহক ১০ টাকা দিত। মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। সার্কুলারে বলা হয়েছে, নতুন নিয়মে প্রতি লেনদেনে গ্রাহককে ১৫ টাকা দিতে হবে। আর পাঁচ টাকা দেবে কার্ড ইস্যুকারী ব্যাংক। এতদিন ১০ টাকা গ্রাহক ও ব্যাংক ১০ টাকা দিতো। সার্কুলারে আরও বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচের (এনপিএস) আওতায় বাণিজ্যিক ব্যাংক ও স্টক হোল্ডারদের স্বার্থ বিবেচনা করে এনপিএসের আওতায় আন্তঃব্যাংক এটিএম লেনদেনের চার্জ পুনর্নির্ধারণ করা হলো। পূবালী ব্যাংকের ঠাকুরগাঁও শাখা স্থানান্তর নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ পূবালী ব্যাংকের ঠাকুরগাঁও শাখা স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি পূবালী ব্যাংক ঠাকুরগাঁও শাখার উদ্যোগে শহরের রমজান প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার খালেকুজ্জামান, কাজী ফার্মস গ্রুপের জেনারেল ম্যানেজার এসএম মহিউদ্দিন।
×