ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুধ-বৃহস্পতিবার ঢাকা ও খুলনা বিভাগে হরতাল

প্রকাশিত: ০৭:২৭, ২০ জানুয়ারি ২০১৫

বুধ-বৃহস্পতিবার ঢাকা ও খুলনা বিভাগে হরতাল

বাংলানিউজ ॥ আগামী বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ জানুয়ারি) রাজধানীসহ ঢাকা বিভাগে এবং খুলনা মহানগরীসহ খুলনা বিভাগে হরতালের ডাক দিয়েছে বিএনপি। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি দাবি ও মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল কর্মসূচী ঘোষণা করেছে দলটি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই রাজধানীসহ ঢাকা বিভাগের ১৭ জেলা এবং খুলনা মহানগরীসহ ওই বিভাগের ১০ জেলার নেতাকর্মীরা এ হরতাল কর্মসূচী পালন করবেন। ওই দুই দিন ঢাকা ও খুলনা বিভাগে হরতাল ঘোষণার বিষয়টি জানান বিএনপি দফতরের দায়িত্বে থাকা যুগ্মমহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক ছাত্রদলের ॥ সংগঠনের নেতাকর্মীদের হত্যা, গুম, গ্রেফতার, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের ভোটের অধিকার পুনর্প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠনটি।
×