ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের জয়, প্রমিলা দর্শকের সঙ্গে ছবি তোলা নিষেধ

প্রকাশিত: ০৪:১৩, ২০ জানুয়ারি ২০১৫

ইরানের জয়, প্রমিলা দর্শকের সঙ্গে ছবি তোলা নিষেধ

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ইরান। সোমবার তারা ১-০ গোলে হারিয়েছে এই প্রতিপক্ষকে। তবে এর আগেই প্রমিলা ভক্ত-অনুরাগীদের সঙ্গে সেলফি তুলে উৎযাপনের নিষেধাজ্ঞা করা হয়। যে কারণে ম্যাচ জয়ের পর এ বিষয়ে সতর্ক ছিল ইরানের খেলোয়াড়রা। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল ইরান। কিন্তু ম্যাচের ৯০ মিনিটই দুর্দান্ত খেলে ইরানকে রুখে দেয় আরব আমিরাত। আর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ইরানকে জয়ের স্বাদ উপহার দেন রেজা ঘোচাননেজাদ। এর ফলে সি গ্রুপের শীর্ষ দল হিসেবে পরবর্তী পর্বের টিকেট নিশ্চিত করে ইরান। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। এর ফলে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে খেলতে হচ্ছে না তাদের। শেষ আটে এখন ইরানের সম্ভাব্য প্রতিপক্ষ ইরাক অথবা জর্ডান। আমিরাতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ জয়ের পর সন্তুষ্ট ইরাকের কোচ কার্লোস কুইরোজ। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সম্ভবত আরব আমিরাতই জয়ের জন্য যোগ্য দল ছিল। তবে শেষ মুহূর্তের গোলে জয় পাওয়ায় আমরা সন্তুষ্ট।’ এদিকে রাজনৈতিক কারণে প্রমিলা ভক্তদের সঙ্গে ছবি তুলতে নিষেধাজ্ঞা জারি করেছে এফএ মোড়ল কমিটির প্রধান আলী আকবর মোহামেদজাদে। এ বিষয়ে ইরানের শহরভন্ড দৈনিক লিখেছে, ‘জাতীয় দলের খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক থাকা উচিত যে তাদের সঙ্গে যারা ছবি তুলতে চায় তাদের থেকে বিরত থাকা। আর যদি খেলোয়াড়রা এই নিয়ম না মানে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য থাকবে কর্তৃপক্ষ।’ উল্লেখ্য, ইরানে ছেলেদের টুর্নামেন্টে মেয়েদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।
×