ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিগব্যাশ থেকে বিদায় সাকিবের দল

প্রকাশিত: ০৪:১৩, ২০ জানুয়ারি ২০১৫

বিগব্যাশ থেকে বিদায় সাকিবের দল

স্পোর্টস রিপোর্টার ॥ গত আসরে যে দলের হয়ে খেলেছিলেন সেই এ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে সোমবার মাঠে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের এ বিস্ময় ক্রিকেট তারকা অবশ্য তাঁর দল মেলবোর্ন রেনেগেডসকে জেতাতে ব্যর্থ হয়েছেন। ২২ রানে হেরে চলতি বিগব্যাশ টি২০ আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তাঁর দল। ৮ ম্যাচ শেষে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থেকে শেষ করেছে রেনেগেডস। প্রথমে ব্যাট করতে নেমে মেলবোর্নে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ্যাডিলেড করে ১৬৬ রান। দলের হয়ে মাত্র ৩৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করেন ট্রাভিস হেড। এছাড়া ৩৪ বলে ৪ চারে ৪১ রান করেন কেলভিন স্মিথ। তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য এদিন বোলিংয়ে সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ২৮ রান দিয়ে কোন উইকেট শিকারে ব্যর্থ হন তিনি। রেনেগেডসের হয়ে দুটি উইকেট পান নাথান রিমিংটন। ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মেলবোর্ন রেনেগেডস ৭ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এদিন আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ঘুচিয়েছেন। তিনি ১৬ বলে ১ চার ও ১ ছয়ে করেন ২২ রান। শেষ দিকে টম বিটন ১১ বলে ২ ছক্কায় অপরাজিত ২৩ রান করলেও দলকে জেতানোর জন্য যোগ্য সমর্থন দেয়ার কেউ ছিল না তাঁর পাশে। শেষ পর্যন্ত ২২ রানে হেরে বিগব্যাশের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় রেনেগেডস। শীর্ষে থাকা চারটি দল এ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ স্কোরচার্স, মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্স সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে রেনেগেডসের খেলা শেষ হয়ে যাওয়ায় সাকিবেরও এবার বিগব্যাশ অভিযান শেষ হয়ে গেছে।
×