ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধ জাদুঘরে থিয়েটার ফোকসের ‘যমুনা’

প্রকাশিত: ০৪:০৩, ২০ জানুয়ারি ২০১৫

মুক্তিযুদ্ধ জাদুঘরে থিয়েটার ফোকসের ‘যমুনা’

সংস্কৃতি ডেস্ক ॥ বিলেতের অক্সফোর্ড শহরের নাটকের দল ‘থিয়েটার ফোকস’ তাদের দ্বিতীয় প্রযোজনা ‘যমুনা’ নাটকটি অনেক জনপ্রিয় হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে রচিত নাটকটি ২০১২ সাল থেকে অক্সফোর্ড, বার্মিংহাম আর লন্ডনের দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এবার দলটি ঢাকার অন্যতম নাট্যদল দেশ নাটক ও বটতলার যৌথ উদ্যোগে ইতোমধ্যে ‘যমুনা’ নাটকের চারটি প্রদর্শনী সম্পন্ন করেছে। প্রদর্শনীগুলোতে নাটকটি নাট্যপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকের অনুরোধে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬-৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে ‘যমুনা’ নাটকটি। নাটকটি রচনা করেছেন সেলিনা শেলী। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকটির ইংরেজী ভাষায় রূপান্তরিত। নাটকের ইংরেজী অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী। আয়োজক সূত্রে জানা গেছে, দর্শনীর বিনিময়ে এই নাটকের প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণের জন্য ব্যয় করা হবে। নাটকের বিভিন্ন দৃশ্যে অভিনয় করবেন সেলিনা শেলী, মাঞ্জুরুল হুসাইন শামীম, অদিতা হাসান, নোলক, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ ও সোমা। নাটকের আলোক পারিকল্পনা মোহাম্মদ আলী হায়দার, সেট ও প্রপস- মাঞ্জুরুল হুসাইন শামীম, সঙ্গীত সুমেল চৌধুরী, কোরিওগ্রাফি সামিনা লুৎফা নিত্রা। নাটকের কাহিনীতে দেখা যাবে যমুনা একজন ভাস্কর। তাঁর প্রথম প্রদর্শনীর আগে আমরা দেখি তাঁকে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে থাকতে। সে কি তাঁর অতীতের শেকল ভেঙ্গে মুক্ত হাওয়ায় উড়বে নাকি পরিবার ও স্বজনের কথা ভেবে চুপই থাকবে। কিন্তু চুপ থাকলে যে প্রতিশ্রুতি ভঙ্গের দায় এড়ানো যাবে না। কী করবে এখন যমুনা? বাংলাদেশের একজন ভাস্কর ও মুক্তিযোদ্বা নারীর ব্যক্তিগত লড়াই ও বেঁচে থাকার গল্প নিয়ে নাটক ‘যমুনা’।
×