ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গ সঙ্গীতাসর ‘মায়ার মাধুরী’

প্রকাশিত: ০৪:০২, ২০ জানুয়ারি ২০১৫

বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গ সঙ্গীতাসর  ‘মায়ার মাধুরী’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশে শাস্ত্রীয়সঙ্গীতের চর্চা অব্যাহত রাখা, প্রচার-প্রসার ও দায়িত্বশীল উচ্চরুচিসম্পন্ন শ্রোতা তৈরির লক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশন নানা উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কৃষি খামার সড়কের কেআইবি কমপ্লেক্স অডিটরিয়ামে (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) আয়োজন করা হয়েছে ‘মায়ার মাধুরী’ শীর্ষক উচ্চাঙ্গ সঙ্গীতাসর। অনুষ্ঠানের প্রথমে খেয়াল পরিবেশন করবেন শিল্পী প্রিয়াংকা গোপ। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গত করবেন ইফতেখার আলম প্রধান। এরপর পি ত উদয় ভাওয়ালকরের কণ্ঠে ধ্রুপদ সঙ্গীত তাঁর সঙ্গে পাখোয়াজ সঙ্গীত করবেন প্রতাপ আওয়াদ। সবশেষে খেয়াল পরিবেশন করবেন পি ত উলহাস কশলকর, তাঁকে তবলায় সহযোগিতা করবেন পি ত সুরেশ তালওয়ালকর। এই আয়োজনে পালিত হবে পি ত উলহাস কশলকরের ৬০তম জন্মদিন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। আসনসংখ্যা সীমিত। শুরু হওয়ার পূর্বে অনুষ্ঠানস্থলে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন বেঙ্গল কর্তৃপক্ষ।
×