ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেট্রোলবোমা নিক্ষেপে চট্টগ্রামে দেদার টাকা ঢালছেন বিএনপি নেতারা

প্রকাশিত: ০৩:৫৮, ২০ জানুয়ারি ২০১৫

পেট্রোলবোমা নিক্ষেপে  চট্টগ্রামে দেদার টাকা ঢালছেন বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কতিপয় বিএনপি নেতা অবরোধে পেট্রোলবোমা নিক্ষেপের জন্য দেদার টাকা ঢালছেন। এই টাকা দিয়ে ভাড়া করা হচ্ছে অপেক্ষাকৃত নিম্নআয়ের শ্রেণী পেশার যুবকদের। এ ধরনের পেট্রোলবোমা হাতে দুই যুবক টহল পুলিশের হাতে রবিবার রাতে ধরা পড়েছে। এদের নাম মোহাম্মদ সোহেল (১৮) ও মোহাম্মদ কবির (১৭)। এদের বাড়ি কুমিল্লায়। বাকলিয়া মিয়াখান নগরে এরা বাস করে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন জনকণ্ঠকে জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ কবির স্বীকার করেছে বাকলিয়ার বিএনপি নেতা নবাব খান, ফারুক ও শফিক প্রতি পেট্রোলবোমা নিক্ষেপের জন্য তাদের ৫শ’ টাকা করে দিয়েছে। এ লক্ষ্যে তারা রবিবার রাতে ইছহাকের পোল এলাকায় রিক্সা করে বোমা নিক্ষেপের জন্য যাওয়ার সময় টহল পুলিশের হাতে ধরা পড়ে। তাদের জবানীতে আরও জানা গেছে, শহরের বিভিন্ন এলাকায় তাদের মতো গরিব যুবকদের টাকা দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের জন্য উৎসাহিত করা হচ্ছে। নগদ অর্থ পাওয়ায় তারা এ কাজে তৎপর হয়েছিল বলে স্বীকার করেছে। পুলিশ বিএনপি নেতা নবাব খান, ফারুক ও শফিক, গ্রেফতারকৃত দুই যুবকসহ ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
×