ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রেন হোটেল

প্রকাশিত: ০৩:২০, ২০ জানুয়ারি ২০১৫

ক্রেন হোটেল

প্লেন, ট্রেন, বুট, এ্যাকোরিয়াম- বিশ্বজোড়া এমন নানান আকারের অদ্ভুত হোটেলের তালিকায় অন্যতম আকর্ষণ ক্রেন হোটেল। আমস্টার্ডামে ৫০ মিটার লম্বা ২৫০ টনের পরিত্যক্ত দৈত্যাকার ক্রেনকেই এক বিলাসবহুল হোটেলের চেহারা দিয়েছেন ইঞ্জিনিয়ার ও ইন্টিরিয়র ডিজাইনাররা। হোটেলের নাম ফারলাদা। তিনটি সুইট রয়েছে এই ক্রেন হোটেলে। ভাড়া প্রতিদিন ২০০ ইউরো। প্রতিটি সুইটে অত্যাধুনিক স্নানাগার থেকে শুরু করে রয়েছে তাক লেগে যাওয়ার মতো ব্যবস্থা। ছাদে রয়েছে বিশাল সুইমিংপুল ও স্পা। -ডেইলি মেইল বিনামূল্যে ই-বুক চীনের বেজিং নগরীর মেট্রো যাত্রীদের জন্য কর্তৃপক্ষ ফ্রি ই-লাইব্রেরীর ব্যবস্থা করেছেন। ফলে চলার পথেই তারা তাদের হাতের ডিভাইসে এই লাইব্রেরী থেকে যে কোন বই ফ্রি ডাউনলোড করার সুযোগ পাবেন। আপাতত এই ব্যবস্থা চালু হচ্ছে বেজিংয়ের লাইন-ফোরের ট্রেনগুলোতে। ট্রেনে ১০টি বইয়ের বারকোড দেয়া থাকবে। কয়েক মাস পর পর বইয়ের তালিকা বদলানো হবে। কর্মকর্তারা আশা করছেন, এর মাধ্যমে মানুষ বই পড়ার দিকে আরও বেশি উৎসাহিত হবেন। -বিবিসি
×