ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের অধিকাংশ সম্পদ যাচ্ছে এক শতাংশ ধনীর দখলে

প্রকাশিত: ০২:৫৫, ২০ জানুয়ারি ২০১৫

বিশ্বের অধিকাংশ সম্পদ যাচ্ছে এক শতাংশ  ধনীর দখলে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধনী-দরিদ্রের বৈষম্য না নিয়ন্ত্রণ করতে পারলে শীঘ্রই বিশ্বের ৯৯ শতাংশ মানুষের কাছে যে সম্পদ রয়েছে তার চেয়ে বেশি সম্পদ মাত্র ১ শতাংশ ধনীদের দখলে চলে যাবে। অর্থাৎ বিশ্ব সম্পদের অর্ধেকেরও বেশি অংশের মালিক হবে মাত্র ১ শতাংশ মানুষ। এক সমীক্ষা তৈরি করে সোমবার এই সতর্কবার্তা শুনিয়েছে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম। সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠককে সামনে রেখে এই সমীক্ষা তৈরি করেছে সংস্থাটি। সেখানেই এটি উপস্থাপন করা হবে। অক্সফাম বলেছে, ২০০৯ সালে ধনীরা বিশ্বের মোট সম্পদের ৪৪ শতাংশের মালিক ছিল। গত বছর তা বেড়ে দাঁড়ায় ৪৮ শতাংশ। আগামী বছর বিশ্বের মোট সম্পদের ৫০ শতাংশের মালিকানা চলে যাবে ধনীদের হাতে। এই গবেষণায় দেখানো হয়েছে, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে প্রতিটি পূর্ণবয়স্ক মানুষের সম্পদের পরিমাণ গড়ে দুই কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
×