ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথমদিনে ন্যাশনাল ফিডের ৭৬ শতাংশ শেয়ার লেনদেন

প্রকাশিত: ০২:৫০, ২০ জানুয়ারি ২০১৫

প্রথমদিনে ন্যাশনাল ফিডের ৭৬ শতাংশ শেয়ার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ লেনদেনের প্রথমদিনে ন্যাশনাল ফিড মিলের দুই তৃতীয়াংশ বা ৭৬ শতাংশেরও বেশি শেয়ার লেনদেন হয়েছে। প্রথমদিনে শেয়ারটির দর বেড়েছে সাড়ে তিন গুণ বা ৩২৫ শতাংশ। দিনের শুরুতে ৪৪.৯ টাকায় কেনাবেচা শুরু হয়ে দিনশেষে ৪২.৫ টাকায় লেনদেন হয় শেয়ারটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ন্যাশনাল ফিড মিলের মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৮০ লাখ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭.৯৪ শতাংশ বা ১ কোটি ৬২ লাখ ৫ হাজার ২০০টি শেয়ার। সোমবার লেনদেন হয়েছে ৮১ লাখ ২৭ হাজার ১৮৭টি শেয়ার। যা সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের ৭৬.৪৯ শতাংশ। এ কোম্পানির আইপিও বিজয়ীরা প্রথমদিনে মুনাফা করতে পেরেছেন সাড়ে তিনগুণ। মন্দাবাজারেও শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে বিনিয়োগকারীরা বলেন, কোম্পানিটি আইপিওতে অধিমূল্য (প্রিমিয়াম) নেয়নি। যে কারণে এ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল আগে থেকেই। ন্যাশনাল ফিড মিলস পুঁজিবাজারে ১ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে ১৮ কোটি টাকা সংগ্রহ করেছে।
×