ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় প্রথম আন্তর্জাতিক বাণিজ্যমেলা

প্রকাশিত: ০৭:৪০, ১৯ জানুয়ারি ২০১৫

বগুড়ায় প্রথম আন্তর্জাতিক  বাণিজ্যমেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ উত্তরবঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ব্যবসায়িক ক্ষেত্র বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রথমবারের মতো বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা’। জেলা প্রশাসনের সহায়তা ও বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে বগুড়া কামারগাড়ী রানার সিটি মাঠে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে মেলার সমন্বয়ক হাসান মাহমুদ রনি বলেন, বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের ব্যবসায়িক কেন্দ্র। ইতোপূর্বে বগুড়ায় বাণিজ্যমেলা হলেও আন্তর্জাতিক বাণিজ্যমেলা হয়নি। এ কারণেই আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে বগুড়ায়। এ মেলার মূল উদ্দেশ্য হলো উত্তরবঙ্গে উদ্যোক্তা, বিনিয়োগকারী তৈরি ও ব্যবসায়িক কেন্দ্র সৃষ্টি। উত্তরবঙ্গে এটাই প্রথম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। রনি জানান, মেলায় সব ন্যাশনাল ও মাল্টি ন্যাশনাল কোম্পানি অংশগ্রহণ করবে। এতে ৩টি প্রিমিয়ার প্যাভেলিয়ন, ৭টি সাধারণ প্যাভেলিয়ন, ২৭টি মিনি প্যাভেলিয়ন ও ছোট-বড় ২৯২টি স্টল থাকবে। এছাড়া থাকছে বিশাল পার্কিং জোন, ৫২টি সিসি ক্যামেরা, এটিএম বুথ, মানি এক্সচেঞ্জ সেন্টার ও কুরিয়ার সার্ভিস ব্যবস্থা।
×