ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ভাংচুর ॥ আহত ১৫

প্রকাশিত: ০৭:৩২, ১৯ জানুয়ারি ২০১৫

দিনাজপুরে দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ভাংচুর ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার, দিনাজজপুর ॥ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবিবার ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড টিয়ারসেল ও রবার বুলেট নিক্ষেপ করেছে। বিক্ষুব্ধ ছাত্ররা শহীদ তাজউদ্দীন হল, জিয়া হল, শেখ রাসেল হলসহ কয়েকটি হল ভাংচুর করেছে। এ সময় ক্যাম্পাসে ২টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। ছাত্রলীগ ও শিক্ষকের দ্বন্দ্বের জের ধরে দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরই জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচী গ্রহণ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ রিয়েল এবং সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত ছাত্র অরুন কুমার রায়ের নেতৃত্বে মানববন্ধন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের পক্ষ নিয়ে ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়নের নেতৃত্বে সাধারণ ছাত্রছাত্রীরা পাল্টা মানববন্ধন কর্মসূচী শুরু করে।
×