ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে তলিয়ে গেছে স্কুল চত্বর

প্রকাশিত: ০৭:৩২, ১৯ জানুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে তলিয়ে গেছে স্কুল চত্বর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে ভূমিদস্যুদের ড্রেজারের পানিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে কয়েক শ’ ছাত্রছাত্রী ও শিক্ষক। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রবিবার দুপুরে উপজেলার বালাসুর প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন দেখা যায়, পানির উপর ইট বিছিয়ে ছাত্রছাত্রীরা এক শ্রেণীকক্ষ থেকে আরেক শ্রেণী কক্ষে ক্লাস করতে যাচ্ছে। তীব্র শীতের মধ্যে হাতের নাগালে পানি পেয়ে ছোট ছোট শিশুরা জামা-কাপড় ভিজিয়ে অনেকেই ঠা-াজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম জানান, জলাবদ্ধতার কারণে কয়েক দিন ধরে ছেলেমেয়েরা ক্লাস করতে পারছে না। অনেক অভিভাবক এসে তাদের ছোট ছোট বাচ্চাদের স্কুল থেকে নিয়ে গেছে। শিক্ষকদেরও এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যেতে সমস্যা হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে বিষয়টি জানানো হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল্লাহ রিপনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেননি। স্থানীয়রা জানান, ওই এলাকার প্রভাবশালী সামসুল আলম ও অপু ড্রেজার দিয়ে পুকুর ভরাট করায় বিদ্যালয়জুড়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তাদের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রশাসনের সখ্য রয়েছে।
×