ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি ব্লগারের মুক্তির জন্য চাপ প্রয়োগের আহ্বান স্ত্রীর

প্রকাশিত: ০৭:২৩, ১৯ জানুয়ারি ২০১৫

সৌদি ব্লগারের মুক্তির জন্য চাপ প্রয়োগের আহ্বান স্ত্রীর

কারাবন্দী উদারমতাবলম্বী ব্লগার রাইফ বাদাউইয়ের মুক্তির জন্য সৌদি আরবের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী। খবর গার্ডিয়ান অলাইনের। বাদাউইকে প্রকাশ্যে কষাঘাতের শাস্তি এ সপ্তাহে স্থগিত হওয়ার পর তার স্ত্রী এনসাফ হায়দার ঐ আহ্বান জানান। গত সপ্তাহে প্রথম দফায় ৫০ কষাঘাতের পর বাদাউই সুস্থ না হওয়ার কারণে এ সপ্তাহের দ্বিতীয় দফার ৫০ কষাঘাত স্থগিত করা হয়। সৌদি ফ্রি লিবারেলস ফোরামে তার ব্লগে ইসলামকে উপহাসের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় বাদাউইকে (৩১)। বিচারে তার বিরুদ্ধে প্রকাশ্যে ১ হাজার কষাঘাত ১০ বছরের কারাদ- এবং মোটা অঙ্কের জরিমানা করা হয়। তার ওপর মসজিদের সামনে প্রতি শুক্রবার প্রকাশ্যে ৫০ কষাঘাত করে মোট ৫০ সপ্তাহে ১ হাজার কষাঘাতের রায় দেয়া হয়।
×