ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শান্ত থাকুন, ইসলাম সহিংসতার বিরুদ্ধে ॥ নাইজারের ২০ আলেমের আহ্বান

প্রকাশিত: ০৭:২২, ১৯ জানুয়ারি ২০১৫

শান্ত থাকুন, ইসলাম সহিংসতার বিরুদ্ধে ॥ নাইজারের ২০  আলেমের আহ্বান

নাইজারের রাজধানী নিয়ামিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ২০ জন মুসলিম চিন্তাবিদ। ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোর প্রচ্ছদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র পুনরায় প্রকাশের ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীদের হামলায় নাইজারের রাজধানীতে ৫ জন নিহত হয়। বিক্ষোভকারীরা সাতটি গির্জায় অগ্নিসংযোগ করে এবং নগরীতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর এএফপির। মুসলিম নেতাদের অন্যতম ইয়াও সোন্না নিয়ামিতে শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘ভুলে যাবেন না, ইসলাম সহিংসতার বিরুদ্ধে। আমি সকল নারী-পুরুষ, ছেলে-মেয়েদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’ দেশটির ইসলামী নেতাদের ডাকা একটি প্রতিবাদ সমাবেশ সরকার নিষিদ্ধ করলে দেশটিতে সহিংসতা শুরু হয়।
×