ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হরতাল-অবরোধে সহিংসতার বিরুদ্ধে মৌন প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ জানুয়ারি ২০১৫

হরতাল-অবরোধে সহিংসতার বিরুদ্ধে মৌন প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ হরতাল-অবরোধের নামে সারাদেশে সহিংসতার বিরুদ্ধে মৌন প্রতিবাদ করেছে অন লাইনভিত্তিক একাধিক সংগঠন। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্লগার এ্যান্ড অনলাইন এ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান) আয়োজিত ওই মৌন প্রতিবাদে অংশ নেয় প্রাণের ৭১, গৌরব ৭১, সুচিন্তা ফাউন্ডেশন ও সেক্যুলার ইউনিটিসহ কয়েকটি সংগঠন । বিকেল তিনটায় প্রতিবাদকারীরা হাতে হাত ধরে প্রেসক্লাবের সম্মুখের রাস্তায় অবস্থান নেন। নানা বয়সী ও পেশার মানুষ ওই প্রতিবাদে অংশ নেন। ‘পেট্রোলবোমা মারে যারা, জঙ্গীবাদের মিত্র তারা’, ‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না’, ‘আগুনে পুড়িয়ে মারছে যারা, জামাত-শিবির করে তারা’, ‘পুড়ছে মানুষ কাঁদছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ ইত্যাদি লেখাযুক্ত প্লাকার্ড বহন করেন প্রতিবাদকারীরা। টানা অবরোধ ও হরতালের নামে মানুষকে আগুনে পুড়িয়ে নির্মম হত্যাকা-ের প্রতিবাদে শোক জানিয়ে তাঁরা শরীরে কালোব্যাজ ধারন করেন। ওই মৌন প্রতিবাদ ও মৌন মিছিলে অংশ নেন অনিমেষ রহমান, আমি বাঙ্গাল, মোরসালিন মিজান, দুরন্ত দুরা, সৌকত কুল, কামাল পাশা, এফএম শাহিন, সুব্রত তালুকদার, কানিজ আকলিমা সুলতানা, নাসরিন হক প্রমুখ। পরে মৌন মিছিলসহকারে দোয়েল চত্বর হয়ে শাহবাগে গিয়ে তাঁদের কর্মসূচী শেষ করেন।
×