ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ জানুয়ারি ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১.দেনাদারের কাছে পাওনার যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে কী বলে? ক) অনাদায়ী পাওনা খ) প্রদত্ত বাট্টা গ) সন্দেহজনক পাওনা ঘ) অনাদায়ী পাওনা সঞ্চিতি ২.জবাবৎংরহম ঊহঃৎু বা বিপরীত দাখিলা দেওয়া হয়- র. হিসাবকালের শুরুতে রর. হিসাবকালের সর্বশেষ ধাপে ররর. নামিক হিসাবের সমন্বয় জাবেদার ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩.কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়? ক) সমাপনী মজুদ খ) সমাপনী মনিহারি মজুদ গ) সমাপনী নগদ তহবিল ঘ) সমাপনীর মধ্যে সামগ্রীর মজুদ ৪.দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় পণ্য বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে বলা হয় - ক) প্রদত্ত বাট্টা খ) কারবারি বাট্টা গ) প্রাপ্ত বাট্টা ঘ) ব্যাংক বাট্টা ৫.রেওয়ামিল প্রস্তুতের প্রধান উদ্দেশ্য কী? ক) সঠিক হিসাব রক্ষণ খ) সঠিক লাভ-ক্ষতি নিরূপণ গ) সঠিক আর্থিক চিত্র প্রদর্শন ঘ) হিসাব বইয়ের গাণিতিক পরিশুদ্ধতা যাচাই ৬.নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না? ক) জমাকৃত চেক আদায় হয়েছে খ) ইস্যুকৃত চেক উপস্থাপিত হয় নি গ) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ঘ) ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় বিল পরিশোধ ৭.জাবেদায় হিসাবচক্রের কোন ধাপটি সম্পন্ন হয়? ক) লেনদেন চিহ্নিতকরণ খ) লেনদেন লিপিবদ্ধকরণ গ) লেনদেন বিশেষণ ঘ) সংক্ষেপণ ৮.অর্থের অঙ্কে সকল লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ হবে কোন ধারণা অনুসারে - ক) আর্থিক একক ধারণা খ) চলমান প্রতিষ্ঠান ধারণা গ) ব্যবসায়িক সত্তা ধারণা ঘ) হিসাবকাল ধারণা ৯.অগ্রিম ভাড়া প্রাপ্তি ক্রেডিট হবে, কারণ এটি- র. অনুপার্জিত আয় রর. সম্ভাব্য আয় ররর. ভবিষ্যতের সেবা প্রদানের দায়বদ্ধতা সৃষ্টি করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০.কোন নীতির আলোকে আয়ব্যয়কে মূলধন ও মুনাফাজাতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়? ক) চলমান প্রতিষ্ঠান নীতি খ) ব্যবসায়িক সত্তা নীতি গ) দ্বৈতসত্তার নীতি ঘ) রক্ষণশীলতার নীতি ১১.ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত বলতে কী বুঝি? ক) নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত খ) নগদান হিসাবের ক্রেডিট ঋদ্বৃত্ত গ) ব্যাংক জমাতিরিক্ত ঘ) ব্যাংক জমার উদ্বৃত্ত ১২.বিশদ আয় বিবরণীতে আয়-ব্যয়বাচক হিসাব স্তানান্তর করতে কোন দাখিলা প্রদান করা হয়? ক) প্রারম্ভিক দাখিলা খ) সমন্বয় দাখিলা গ) বিপরীত দাখিলা ঘ) সমাপনী দাখিলা ১৩.মালিক কর্তৃক উত্তোলন করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে? ক) সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস খ) সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি গ) সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি ঘ) সম্পদ হ্রাস, দায় হ্রাস ১৪.ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক থেকে পৃথক করা হয় - ক) হিসাবকাল ভিত্তিতে খ) চলমান প্রতিষ্ঠান ভিত্তিতে গ) ব্যবসায়িক সত্তার ভিত্তিতে ঘ) আর্থিক একক ভিত্তিতে
×