ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে পাকিস্তান ফেবারিট নয় ॥ ওয়াকার

প্রকাশিত: ০৬:১২, ১৮ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপে পাকিস্তান ফেবারিট নয় ॥ ওয়াকার

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে মোটেই ফেবারিট ভাবছেন না কোচ ওয়াকার ইউনুস। ক্রিকেট বিশ্লেষকদের ধারণাও তাই। আর নিজেরা ফেবারিট নয় বলেই সন্তুষ্ট দলটির সাবেক তারকা পেসার! ‘সত্যি বলতে, বিশ্বকাপে পাকিস্তান ফেবারিট নয় বলে খুশি আমি।’ লাহোরে প্রস্তুতি ক্যাম্পে সংবাদ মাধ্যমকে বলেন তিনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপের ১১তম আসর শুরু ১৪ ফেব্রুয়ারি। যেখানে সম্ভাবনায় স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন অনেকে। পাকিস্তান কোচ বলেন, ‘ফেবারিট হওয়ার চাপ অনেক। গতবারও (২০১১) আমরা ফেবারিট ছিলাম না, কিন্তু দারুণ ক্রিকেট খেলে সেমিফাইনালে উঠেছিলাম। এবারও তাই, তবে বড় পার্থক্য কন্ডিশন। অস্ট্রেলিয়ার দ্রুতগতির বাউন্সি উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড এগিয়ে থাকবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এবার বিশ্বকাপ জয় করতে পারে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা!’ নিজেদের ফেবারিট না ভেবে নির্ভার থাকতে চান ৪৩ বছর বয়সী এই তারকা। ‘নিজেদের ফেবারিট ভেবে খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। এতে তারা স্বাভাবিক খেলা খেলতে পারবে। আমার স্কোয়াডে বিশ্বমানের পাঁচ পেসার রয়েছে। আশা করছি বিশ্বকাপে সময়টা দারুণ কাটবে।’ ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে এ পর্যন্ত একবারই বিশ্বকাপ জয় করে, সেটি এই অস্ট্রেলিয়ার-নিউজিল্যান্ডেরই মাটিতে। সেবারও ফেবারিট ছিল না তারা। সুতরাং কোচ যতই বলুন, আনপ্রেডিক্টেবল পাকিস্তান যে কোন কিছুই করে বসতে পারে। মিসবাহ-উল হকের নেতৃত্বাধীন দলে আছেন শহীদ আফ্রিদির মতো অভিজ্ঞ অলরাউন্ডার। গতবার ভারত-বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অধিনায়ক ছিলেন আফ্রিদি। আর কোচ ছিলেন এই ওয়াকারই। মাঝে অনেক ঘটনা ঘটে গেছে। অনেক নাটকীয়তার পর আরেকটি বিশ্বকাপ সামনে রেখে পরিচর্যার দায়িত্বে ওয়াকার। অবৈধ বোলিং এ্যাকশনের দায়ে নিষিদ্ধ সাঈদ আজমল। তুখোড় এই স্পিনারের নৈপুণ্যে ভর করেই সম্প্রতি দারুণ সব সাফল্য পেয়েছে পাকিস্তান। বিশ্বকাপে তার না থাকাটা দলকে খুব ভোগাবে বলে মনে করছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সাবেক তারকা স্পিনার বলেন, ‘আজমলকে ছাড়া এমন একটি টুর্নামেন্টে খেলা সত্যি হতাশার। গত কয়েক বছরে সে আমাদের ম্যাচ-উইনার বোলার। ওকে ছাড়া দলের বোলিং কম্বিনেশন তৈরি করা খুবই কঠিন।’ তবে আজমলের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘ও মানুষ হিসেবেও চমৎকার। শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছে এবং বলেছে পাকিস্তান দল কোন একক নৈপুণ্যের ওপর নির্ভরশীল নয়। তাকে ছাড়াই বিশ্বকাপে দল ভাল করবে বলেও মনে করে সে।’
×