ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল আজ

প্রকাশিত: ০৬:০০, ১৮ জানুয়ারি ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল আজ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। গত ১৯ ডিসেম্বর সারাদেশে একযোগে মোট ১৮০ কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছিল পাঁচ লাখ ১৭ হাজার শিক্ষার্থী। কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখায় শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে শনিবার সন্ধ্যায় ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১২টা থেকেই মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। মোবাইলের ক্ষেত্রে মেসেজ অপসনে গিয়ে ঘট লিখে একটি স্পেস দিয়ে অঞ লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। এছাড়াও বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট- (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) থেকে ফলাফল জানা যাবে। দুই মাস পর শাবি আজ খুলছে, তিন হলে তল্লাশি, অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার দুই মাস পর আজ রবিবার খুলছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শনিবার এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুরোধক্রমে জালালাবাদ থানা পুলিশ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত শাহপরাণ হল, বঙ্গবন্ধু হল ও সৈয়দ মুজতবা আলী হলে তল্লাশি চালিয়ে ৫৫টি রামদা, ৮১টি পাইপ, ১২৪টি রড, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ সময় শাহপরাণ হলের প্রভোস্ট আশরাফুল আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল গনি ও মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন উপস্থিত ছিলেন। গত ২০ নবেম্বর হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগেরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী সুমন নিহত হন। এরপর বন্ধ ঘোষণা করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
×