ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুরোটাই লাভ...

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৫

পুরোটাই লাভ...

এই ছবিটি দেখলে যে কেউ এটিকে কোন অজপাড়াগাঁয়ের বলে ধরে নেবেন। মোটেও তা নয়। ঢাকার কামরাঙ্গীরচরের দৃশ্য এটি। এই শীত মৌসুমে একদল নারী মাটি দিয়ে চুলা বানিয়ে বিক্রি করেন। বিশেষ করে ঢাকার অলিগলিতে যাঁরা শীতের পিঠা বানিয়ে বিক্রি করেন তাঁদের কাছে এই ধরনের চুলার চাহিদা এখন তুঙ্গে। একজন নারী প্রতিদিন একাধিক চুলা তৈরি করতে পারেন। দিনে চারশ’ টাকা পর্যন্ত আয় হয়। বিনা পুঁজির ব্যবসা। পুরোটাই লাভ। তাই খুশি এসব মহিলা।শনিবার ছবিটি তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×