ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লভ্যাংশ বিওতে পাঠিয়েছে চার কোম্পানি

প্রকাশিত: ০৪:১৭, ১৮ জানুয়ারি ২০১৫

লভ্যাংশ বিওতে পাঠিয়েছে চার কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে লভ্যাংশের বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হচ্ছে ঢাকা ডায়িং এবং বিডিকম অনলাইন। এ ছাড়া নগদ লভ্যাংশের টাকা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে মালেক স্পিনিং ও সায়হাম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত বছরের ১৬ নবেম্বর ঢাকা ডায়িং ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। আর ২৮ অক্টোবর বিডিকম অনলাইন লিমিটেড একই অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশের বোনাস শেয়ার বৃহস্পতিবার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে বলে উভয় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া গত ২৭ অক্টোবর মালেক স্পিনিং একই অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ এবং সায়হাম টেক্সটাইল ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশের টাকা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়েছে। কাল থেকে ন্যাশনাল ফিডের লেনদেন শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের লেনদেন আগামীকাল সোমবার থেকে শুরু হবে। কোম্পানিটি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৬ জানুয়ারি এই কোম্পানিকে ডিএসইর পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়। আইপিওতে কোম্পানিটি ১ কোটি ৮০ লাখ শেয়ার ইস্যু করেছে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই কোম্পানিটি বাজারে শেয়ার ছেড়েছে। আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৮ কোটি টাকা সংগ্রহ করেছে তারা। গত ২৬ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ৮৫ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য বা এনএভি ১৪ টাকা ৫৫ পয়সা। প্রতিষ্ঠানটি পোল্ট্রি, ডেইরি ফার্ম ও ফিশারিজ খামারের জন্য খাদ্য উৎপাদন করে। পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকায় উৎপাদন ক্ষমতা বাড়াবে কোম্পানিটি। এছাড়া সংগৃহীত অর্থের একটি অংশ দিয়ে মেয়াদি ও চলতি মূলধনের চাহিদা মেটানো হবে।
×