ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় গেল যুব দল

প্রকাশিত: ০৭:৫০, ১৭ জানুয়ারি ২০১৫

শ্রীলঙ্কায় গেল যুব দল

স্পোর্টস রিপোর্টার ॥ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে শুক্রবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৫টি এক দিনের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। আগামী ১৮ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২, ২৪ ও ২৫ জানুয়ারি। ২৮ জানুয়ারি প্রথম তিন দিনের ম্যাচটি শুরু হবে। দ্বিতীয়টি শুরু হবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে। এ সিরিজ নিয়ে আশাবাদি বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের অধিনায়ক মিরাজ। বলেছেন, ‘আমাদের মূল টার্গেট সিরিজ জয় করা। সামনে আমাদের অনুর্ধ-১৯ বিশ্বকাপ। সেই লক্ষে এখন প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেননা, আমাদের মূল লক্ষ্য এখন থেকে বিশ্বকাপ ঘিরেই; বিশ্বকাপের আগে যে সিরিজগুলো খেলব সেগুলোতে ভাল পারফর্মেন্স প্রদর্শন করা। অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের পারফর্মেন্স করানোটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমাদের দলের মধ্যে ভাল কম্বিনেশন আছে, এটাকে ধরে রাখতে হবে। ওখানে গিয়ে ভাল একটা রেজাল্ট পেলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। যা বিশ্বকাপে কাজে দেবে। তবে ম্যাচ বাই ম্যাচ জিততে চাই। হোয়াইটওয়াশ করতে পারলে সেটা আরও ভাল হবে।’ এবারের প্রিমিয়ার লীগ ক্রিকেটে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে নেমে ব্যাট হাতে ১৬ ম্যাচে ২৫১ রান ও উইকেট নিয়েছেন ১৭টি। সিরিজে ব্যক্তিগত লক্ষ্য কী? তা জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘ব্যাট ও বল হাতে ভাল করতে চাই। অবশ্যই সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবা সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হতে চাই। বিশ্বকাপের প্রস্তুতিতে নিজের ব্যাটিং ও বোলিংয়ে পরীক্ষা-নিরীক্ষাটা এখানেই ঝালিয়ে নিতে চাই। চেষ্টা করব বড় বড় ইনিংস খেলার।’ প্রিমিয়ার লীগের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিরাজ, ‘শ্রীলঙ্কা সিরিজে যাওয়ার আগে আমি প্রিমিয়ার লীগে খেলেছি। সেখানে জাতীয় দলের অনেক খেলোয়াড় খেলেছে। তাদের সঙ্গে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পেরেছি। যেটা শ্রীলঙ্কা সফরে আমাকে অনেক কাজে দেবে।’ তবে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের সামনে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে অপরিচিতি। শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সম্পর্কে যে কোন আইডিয়া নেই দলের ক্রিকেটারদের। মিরাজই বললেন, ‘শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সম্পর্কে তেমন কোন ধারণা নেই। তবে গত বিশ্বকাপের দল থেকে ২/১ জন দলে রয়েছে বলে শুনেছি।’
×