ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩০, ১৭ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

১. যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়ম-নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে কী বলা হয়? ক) অর্থনৈতিক প্রতিষ্ঠান খ)অর্থনৈতিক আওতা গ) অর্থনৈতিক ব্যবহার ঘ) অর্থনৈতিক ব্যবস্থা ২. ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে বছরের কোন সময় গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়? ক) গ্রীষ্মকালে খ) শীতকালে গ) শরৎকালে ঘ) বসন্তকালে ৩. বাংলাদেশের শিক্ষায় জেন্ডার সমতা, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে কী ধরনের দেশের অর্ন্তভুক্ত করা যায়? ক) উন্নত খ) উন্নয়নশীল গ) স্বল্পোন্নত ঘ) অনুন্নত ৪. বর্ধিত পরিবারের লক্ষণ কী? ক) দুই পুরষের বন্ধন খ) এক পুরষের বন্ধন গ) তিন পুরষের বন্ধন ঘ) পরিবারের সদস্য সংখ্যা অনেক ৫. উন্নত দেশসমূহ যতই উন্নতির পথে অগ্রসর হয় ততই তাদের - র. ব্যবস্থাপনা উন্নত হয় রর. উৎপাদন পদ্ধতি উন্নত হয় ররর. কৃষি ব্যবস্থা আধুনিক হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক আইন জারির প্রায় কত মাস পরে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন? ক) প্রায় ৫ মাস খ) প্রায় ৮ মাস গ) প্রায় ৯ মাস ঘ) প্রায় ১০ মাস ৭. গ্রীষ্ম ঋতুতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়? ক) ২০ ডিগ্রি সে. খ) ২১ ডিগ্রি সে. গ) ২২ ডিগ্রি সে. ঘ) ২৩ ডিগ্রি সে. ৮. বর্তমানে বিশ্বের কতটি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কাজ করছে? ক) ১০টি খ) ১১টি গ) ১২টি ঘ) ১৩টি ৯. ১৯৪১-১৯১৯ সাল পর্যন্ত কোন যুদ্ধ সংঘটিত হয়? ক) প্রথম বিশ্বযুদ্ধ খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ গ) উপসাগরীয় যুদ্ধ ঘ) পাক-ভারত যুদ্ধ ১০. বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? ক) বাকলিয়া খ) কাপ্তাই গ) তালিমাবাদ ঘ) মহেশখালী ১১. কোনটি দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে? ক) গর্ভনর খ) অর্থমন্ত্রী গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ)বিশেষ ব্যাংক ১২. বাংলাদেশে প্রশাসনিক ক্ষেত্রে কোন ব্যবস্থাটি প্রবর্তিত? ক) যুক্তরাষ্ট্রীয় খ) প্রাদেশিক গ) এককেন্দ্রিক ঘ) বহুকেন্দ্রিক ১৩. ‘ইলেক্ট্ররাল কলেজ’ অর্থ কী? ক) শাসক খ) প্রতিনিদি গ) সরকার ঘ) নির্বাচকমন্ডলি ১৪. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ কার মালিকানাধীন থাকে? ক) রাষ্ট্রীয় মালিকানাধীন খ) ব্যক্তিমালিকানাধীন গ) সংগঠন মালিকানাধীন ঘ) গোষ্ঠী মালিকানাধীন ১৫. সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো র. দারিদ্রর‌্য রর. সামাজিক কুপ্রথা ররর. সামাজিক বিশৃঙ্খলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ)রর ও ররর গ)র ও ররর ঘ) র, রর ও ররর ১৬. আইনের অন্যতম বৈশিষ্ট্য কী? ক) আইন কখনো তার রীতিনীতি ভঙ্গ করে না খ) আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে গ) আইন সকলের জন্য সমান নয় ঘ) যথাযথ কর্তৃপক্ষ বা রাষ্ট্র আইন নিয়ন্ত্রণ করে না ১৭. উৎপাদনের প্রকৃতি ও পরিমাণ এবং ক্রেতার ভোগকে কোনটি প্রভাবিত করে? ক) উদ্যোক্তা খ) রেমিটেন্স গ) দ্রব্যের দাম ঘ) ব্যবসায়িক সংগঠন ১৮. ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের কোন অঙ্গ প্রতিষ্ঠান? ক) ইউনিসেফ খ) ফাও গ) ইউএনডিপি ঘ) ইউনেস্কো ১৯. আইনের অনুশাসন বলতে প্রধান কয়টি ধারনাকে বুঝায়? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ২০. প্রাচীন বাংলা এবং ব্রিটিশ আমলেও এদেশের অর্থনৈতিক ব্যবস্থা ছিল - র. সামন্ততান্ত্রিক রর. ভূ-স্বামীকেন্দ্রিক ররর. ধনতান্ত্রিক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. ভারতের মরু অঞ্চলের উত্তাপ কত ডিগ্রি সে. পর্যন্ত দেখা যায়? ক) ২৩ খ) ২৭ গ) ৪৩ ঘ) ৪৮ ২২. লমব্রোসো ছিলেন একজন - ক) অপরাধ বিজ্ঞানী খ) সমাজবিজ্ঞানী গ) দার্শনিক ঘ) নৃবিজ্ঞানী ২৩. কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ২৪. জুলাই মাসে কাঠমুন্ডুর তাপমাত্রা কত? ক) ১০ ডিগ্রি সে. খ) ২৪.৪ ডিগ্রি সে. গ) ২৭.৪ ডিগ্রি সে. ঘ) ২৮.৪ ডিগ্রি সে. ২৫. ভূমিকম্প কিরূপ দুর্যোগ? ক) সাধারণ খ) স্বাভাবিক গ) প্রাকৃতিক ঘ) কৃত্রিম ২৬. ১৯৭৫ সালের পর বাংলাদেশ কত বছর সেনা শাসনের অধীনে ছিল? ক) ১০ খ) ১২ গ) ১৫ ঘ) ১৮ ২৭. আব্রাহাম লিংকন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ক) রাশিয়া খ) আমেরিকা গ) কানাডা ঘ) ফ্রান্স ২৮. প্রধানত ব্যয়কারীদের কয়টি শ্রেণিতে বিন্যাস করা যায়? ক) দুইটি খ) তিনটি গ) পাঁচটি ঘ) ছয়টি ২৯. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯৪৪ সালের ১০ জানুয়ারি খ) ১৯৪৪ সালের ২৪ অক্টোবর গ) ১৯২১ সালের ১০ জানুয়ারি ঘ) ১৯২২ সালের ১০ জানুয়ারি
×