ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুদাম তিন বসতঘর ও ২৫ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৭:১৪, ১৭ জানুয়ারি ২০১৫

গুদাম তিন বসতঘর ও ২৫ দোকান ভস্মীভূত

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামে পরিত্যক্ত মালের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এছাড়া পিরোজপুরে কাপুড়িয়া পট্টিতে বসতঘরসহ ২৫টি দোকান, ফরিদপুরে দুই বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ চট্টগ্রাম ॥ নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকায় পরিত্যক্ত মালের একটি গুদামে অগ্নিকা-ে প্রায় ২ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পিরোজপুর ॥ মঠবাড়িয়া পৌর শহরের কাপুড়িয়া পট্টিতে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকা-ে বসতঘরসহ ২৫ টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা যায়, রাত সোয়া ৯ টার দিকে লেপপট্টির জাকিরের তুলা ছাঁটাইয়ের ঘরে একটি শব্দ হয়ে আগুন জ্বলে ওঠে। আশপাশের কাপড়, লেপ ও কম্বলের দোকানে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। প্রায় একশ’ গজ দূরে হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেয়র সন্ধ্যা উপলক্ষে চলা সাংস্কৃতিক অনুষ্ঠানের লোকজন এবং স্থানীয় ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ফরিদপুর ॥ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আমিরউদ্দিনের দুটি বসতবাড়ির টিনের ঘর বৃহস্পতিবার রাতে ভস্মীভূত হয়েছে। এতে ঐ পরিবারের ঘরের মধ্যে থাকা মাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ফলে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা ঐ পরিবারের কেউ জানাতে পারেনি। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের রাজনীতি করে ॥ আসাদুজ্জামান নূর স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে বলেছেন, আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ছয় বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের মানুষের কর্মসংস্থান আয় ও প্রবৃদ্ধি বেড়েছে। সাধারণ মানুষ বিভিন্ন উৎপাদনমূলক কাজে বিদ্যুত ব্যবহার করছে। সারের সমস্যা নেই, কৃষিতেও বেড়েছে উৎপাদন। শুক্রবার বেলা তিনটায় নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারের সঙ্গে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সংযুক্ত বুড়িখোড়া নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মককর্তা বাসেত আলী, সদর উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
×