ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নার্ভাস বিদ্যা বালান

প্রকাশিত: ০৬:৪৮, ১৭ জানুয়ারি ২০১৫

নার্ভাস বিদ্যা বালান

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় পদার্পণ করছেন আশিতে। আগামী ১৯ জানুয়ারি তাঁর ৮০তম জন্মদিন। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের অপু চরিত্রের এই অভিনেতা তারকাদেরও তারকা। এ তালিকায় সম্ভবত সামনের সারিতেই আছেন বিদ্যা বালান। সৌমিত্রর আশি বছর উপলক্ষে ভারতের একটি গনামাধ্যমের পক্ষে তার সাক্ষাৎকার নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সৌমিত্রর জন্মদিনের ৮০তম সাক্ষাৎকারটি নেওয়ার আগে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠান বিদ্যা। সঙ্গে ছিলো জন্মদিনের কেক আর উষ্ণ অভিনন্দন।জানা গেছে, মুম্বাইয়ে জুহুর সমুদ্র ঘেঁষা অ্যাপার্টমেন্ট থেকে বিদ্যা ফোন করেন গল্ফ গ্রিন বাড়ির বাগানে বসে থাকা সৌমিত্রকে। কিন্তু তার সাক্ষাৎকার নিতে গিয়ে নার্ভাস হয়ে পড়েন এই ৩৬ বছর বয়সী। বিদ্যা বালন এমনিতে খুব আত্মবিশ্বাসী। শূটিং থেকে ফিল্ম প্রোডাকশন কোনও কিছুতেই তার নার্ভাসনেস নেই। কিন্তু এ যাত্রায় নার্ভাস হয়ে গেলেন তিনি। তার ভাষ্য, বড় পর্দায় ডিটেক্টিভ, আইটেম গার্ল সেজে অভিনয় করা এক ব্যাপার। আর বাস্তবে রিপোর্টার হয়ে সাক্ষাৎকার নেয়া অন্য ঘটনা। ২০০৩ সালে বাংলা চচ্চিত্র ‘ভাল থেকো’র মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় বিদ্যার। এতে জ্যাঠা মশাই চরিত্রে অভিনয় করেন সৌমিত্র। বিদ্যার ফোন পেয়ে সৌমিত্র বলেন, তোমার পাঠানো ফুল আর কেকটা দারুণ সুন্দর। উত্তরে বিদ্যা বলেন, হ্যাপি বার্থডে ইন এ্যাডভান্স। আই অ্যাম সরি, কথায় কথায় খুব হেসে ফেলছি। আসলে খুব নার্ভাস হয়ে আছি। থ্যাঙ্ক গড সৌমিত্রদা, মুখোমুখি বসে আপনার সাক্ষাৎকার নিতে হয়নি!
×