ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে সেলিম আল দীন স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ জানুয়ারি ২০১৫

জাবিতে সেলিম আল দীন স্মরণানুষ্ঠান

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের সপ্তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। বাংলা নাটকের প্রবাদপুরুষ ড. সেলিম আল দীনের স্মরণে বেলা ১১টার দিকে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাবি উপাচার্য, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বুনন থিয়েটার, বঙ্গ থিয়েটারসহ অন্যান্য সংগঠন। এর আগে সকাল ১০টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি স্মরণ শোভাযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুতে উপাচার্য বলেন, সেলিম আল দীনের সমাজ চিন্তা আমাদের আলোর পথ দেখিয়েছে। নাটকের মাধ্যমে তিনি সমাজ বদলে ভূমিকা রেখেছেন। সেলিম আল দীন তাঁর সৃষ্টিকর্মের মধ্যদিয়ে মানুষের মাঝে অমর হয়ে থাকবেন। স্মরণ শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দ কামরুল আহছান, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান খায়েরুজ্জাহান মিতু, বিভাগীয় শিক্ষক ও ছাত্রছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন অংশগ্রহণ করে। এরপর বিকেলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে পুরাতন কলা ভবনের সামনে সেলিম আল দীন মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিকেল ৩টায় মৃৎমঞ্চে ‘জীব-পরম পালা’ বিচার গান পরিবেশন করে জালাল সরকার ও সোনিয়া সরকার।
×