ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরা ইপিজেডে ৩৩.৪৫ লাখ ডলার চীনা বিনিয়োগ

প্রকাশিত: ০৬:৪২, ১৭ জানুয়ারি ২০১৫

উত্তরা ইপিজেডে ৩৩.৪৫ লাখ ডলার চীনা বিনিয়োগ

চীনা কোম্পানি মেসার্স শান্ঝু (বাংলাদেশ) প্যাকিং লিমিটেড উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় ৩৩.৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি প্যাকিং সামগ্রী শিল্প স্থাপন করতে যাচ্ছে। সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন এই কোম্পানি বার্ষিক ৫০ লাখ বর্গমিটার পেপার কার্টন, ৫০০ টন ব্লিস্টার, ২০ লাখ বর্গমিটার সেলোটেপ এবং ২০ লাখ পিস কালার বক্স উৎপাদন করবে। শান্ঝু (বাংলাদেশ) প্যাকিং কারখানায় ৯১৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই উপলক্ষে ঢাকায় বেপজা নির্বাহী দফতরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও শান্ঝু (বাংলাদেশ) প্যাকিং লিমিটেডের মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং শান্ঝু (বাংলাদেশ) প্যাকিং লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব ঝাই হাই পেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লীজ চুক্তিতে স্বাক্ষর করেন। Ñবিজ্ঞপ্তি আল-আরাফাহ্র কম্বল বিতরণ আর্ত মানবতার সেবায় দেশব্যাপী কম্বল বিতরণ কর্মসূচী পালন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১৪ জানুয়ারি, বুধবার ব্যাংকের নন্দীপাড়া শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জলিল। নন্দীপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ রাজিবুল ইসলাম ভূঁইয়া কম্বল বিতরণ কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধান করেন। শীতার্ত মানুষের সেবায় এ বছর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের ২৩টি জেলায় ১৬ হাজারের বেশি কম্বল বিতরণ করছে। ব্যাংকের নির্ধারিত শাখা ও বিভিন্ন মাধ্যমে এসব কম্বল দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রতিবছরই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এ ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। -বিজ্ঞপ্তি
×