ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাইবার যুদ্ধ মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

প্রকাশিত: ০৫:০৪, ১৭ জানুয়ারি ২০১৫

সাইবার যুদ্ধ মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অনলাইন অপরাধীদের যৌথভাবে মোকাবেলা করবে। সাইবার হামলা ঠেকাতে যৌথ যুদ্ধ মহড়া চালাবে উভয় দেশ। এ পদক্ষেপের অংশ হিসেবে এ বছরের শেষে দেশ দুটি পরস্পরের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার যুদ্ধ মহড়া পরিচালনা করবে। নতুন যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেশ দুটি এ পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসির। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন উভয় দেশের নজিরবিহীন এ আয়োজনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হ্যাকারদের মোকাবেলায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা যৌথ সাইবার সেল গঠন করবে। এ সেল পরিচালনা করবে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। এ সেল উভয় দেশের সাইবার হুমকি বিষয়ক তথ্য বিনিময় করবে। ব্রিটেন জানিয়েছে তারা ইতোমধ্যেই এ ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করেছে। লন্ডন শহর ও ওয়াল স্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে প্রথম যুদ্ধ অনুশীলনে অংশ নেবে ব্যাংক অব ইংল্যান্ডসহ অন্য ব্যাংকগুলো। মহড়ার সময় দেশ দুটি পরস্পরের ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো হ্যাক করার চেষ্টা করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সনি পিকচার সে সাইবার হামলা ও সেনাবাহিনীর কেন্দ্রীয় সেনা কমান্ড বা সেন্টকমের ট্যুইটার ও ইউটিউব এ্যাকাউন্ট হ্যাকের পর এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলো। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সাইবার হুমকি দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এ আইন আরও কঠোর করার প্রস্তাব আসছে দেশের ভিতর থেকেই। ৭শ’ বছর পর রহস্য উন্মোচন মমিতে পরিণত হওয়া একটি মৃতদেহের ময়নাতদন্তের মধ্যদিয়ে উদ্ঘাটিত হতে যাচ্ছে ৭শ’ বছরের পুরনো একটি মৃত্যু রহস্য। বিজ্ঞানীরা ওই মমি নিয়ে গবেষণা করতে গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সূত্র খুঁজে পেয়েছেন। ১৩২৯ সালে ইতালির ভেরোনার শাসক কানগ্রাদ ডেলা স্কালা (৩৮) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। লিখিত নথিতে আকস্মিক মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছিল জ্বর ও পেটের অসুখ। কিন্তু একটি প্রতœতাত্ত্বিক জার্নালের সাম্প্রতিক সংখ্যায় স্কালার মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে বিষ প্রয়োগ। -ওয়েবসাইট দুই মিনিটের ভাড়া যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মাত্র দুই মিনিটের ভাড়ায় ৯৮৯ ডলার অর্থাৎ প্রায় ৭৮ হাজার টাকা বখশিশ পেয়েছেন এক ট্যাক্সিচালক। এক মাইলেরও কম দূরত্বের জন্য ভাড়া নির্ধারিত ছিল চার দশমিক সাত ডলার। গন্তব্যে পৌঁছে ট্যাক্সি আরোহী চালক উমর মাইগাকে ক্রেডিট কার্ডে ভাড়া পরিশোধ করেন। চালক ক্রেডিট কার্ড নেয়ার সময় চমকে ওঠেন। কারণ ওই যাত্রী ভাড়া বাবদ চার দশমিক সাত ডলারের ৩৩৮ টাকার পরিবর্তে ৯৮৯ ডলার তাকে বখশিস দেন। -ইউপিআই
×