ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনী

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গী নিহত

প্রকাশিত: ০৪:২২, ১৭ জানুয়ারি ২০১৫

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গী নিহত

বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় শহর ভারভিয়ার্সে বৃহস্পতিবার এক সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গী নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। অপর একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির প্রসিকিউটর এরিক ভ্যান ডার সাইপ সাংবাদিকদের জানান, সিরিয়া থেকে একটি দল দেশে ফিরে এসেছে, যারা যে কোন মুহূর্তে হামলা চালাতে সক্ষম বলে পুলিশ জানতে পারে। পুলিশ ব্রাসেলস ও এর আশপাশের উপকণ্ঠে সারারাত অভিযান চালিয়েছে। বেলজিয়ান ফেডারেল প্রসিকিউটর্স অফিসের কর্মকর্তা থিয়েরি ওয়ার্টস ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অভিযুক্তরা একটি জঙ্গী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট। তারা একত্রিত হওয়ার আগেই কেন্দ্রীয় পুলিশের একটি বিশেষ দল কয়েক মিনিটের মধ্যে অস্ত্রে সজ্জিত হয়ে অভিযান চালায়। স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, অভিযানটি পরিচালিত হওয়ার পর ঘটনাস্থল থেকে চারটি কালাশনিকভ, বোমা তৈরির সরঞ্জাম ও পুলিশের পোশাক পাওয়া গেছে। ভারভিয়ার্স এলাকায় এখনও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। ব্রাসেলসের আশপাশের এলাকাগুলোতেও বৃহস্পতিবার অভিযান পরিচালিত হয়। স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ব্রাসেলস শহরের উপকণ্ঠ থেকে দু’জন সন্দেহভাজন জঙ্গীকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। এদিকে বেলজিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের হয়ে যুদ্ধ করতে ৩শ’র বেশি লোক বেলজিয়াম ছেড়েছে। নিরাপত্তা অভিযানটি পরিচালিত হওয়ার পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের মুখপাত্র জানিয়েছেন, ‘যারা সন্ত্রাস ছড়াতে চায় তাদের বিরুদ্ধে লড়াইয়ে বেলজিয়াম দৃঢ়প্রতিজ্ঞ।’ রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে আগ্রহী পাকিস্তান রাশিয়ার সঙ্গে চলমান সংলাপকে পাকিস্তান ফলপ্রসূ মনে করছে এবং প্রতিরক্ষা ও জ্বালানিসহ অন্যান্য খাতে মস্কোর সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে। রুশ সংবাদ মাধ্যম তাসকে দেয়া সাক্ষাতকারে এ সব কথা বলেছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম। খবর ওয়েবসাইটের তাসনিম বলেন, রাশিয়া ও পাকিস্তান নানা ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে। পাক অর্থমন্ত্রী ইশাক দারের সাম্প্রতিক মস্কো সফর এবং সেখানে জ্বালানি নিয়ে আন্তঃসরকার ওয়ার্কিং গ্রুপের বৈঠকে তার অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন তাসনিম আসলাম। এ বৈঠককে খুবই ফলপ্রসূ বলেও অভিহিত করেন তিনি। এ ছাড়া, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ইসলামাবাদ সফরের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, শোইগুর সঙ্গে পাকিস্তানের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয় অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।
×