ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান রিজভীর

প্রকাশিত: ০৭:২৩, ১৬ জানুয়ারি ২০১৫

আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান রিজভীর

স্টাফ রিপোর্টার ॥ অবরোধের মধ্যে ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে সফল উল্লেখ করে চলমান কর্মসূচী চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোন বর্বরোচিত আক্রমণই বিরোধী দলের চলমান আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। সরকার ক্ষমতায় টিকে থাকতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করিয়েছে। চলমান আন্দোলন দমন করতে না পেরে সরকার নিজেরাই নাশকতা সৃষ্টি করে আন্দোলনকারীদের ওপর দায় চাপাচ্ছে উল্লেখ করেন তিনি। বিৃবতিতে বলা হয়, ভোটারবিহীন সরকারের নিত্যসঙ্গী অবিরাম মিথ্যাচার। ক্ষমতাসীন গোষ্ঠী সকল গণমাধ্যম দখল করে সেগুলোকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তির ন্যায় যখন যা ইচ্ছা তাই বলছেন। তথাপি জনগণই হচ্ছে শ্রেষ্ঠ বিচারক। জনগণ এই দুঃশাসনের অত্যাচারীদের বিচার করবে। দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, বিরোধী দলের চলমান আন্দোলন দমাতে শতকরা ৫ ভাগ জনসমর্থনের এই সরকার নিষ্ঠুর জুলুমের বিষাক্ত দাঁত নিয়ে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বিএনপির সিনিয়র ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডের নামে চালানো হচ্ছে অবর্ণনীয় জুলুম। দেশব্যাপী জনগণকে নিপীড়নের এই দুঃসহ যন্ত্রণা দিয়ে প্রধানমন্ত্রী নিজে এবং তাঁর উচ্ছিষ্টভোগীদের কুৎসা ও অরুচিকর বক্তব্যের বাক-স্বাধীনতার গণতন্ত্রই এখন চালু রয়েছে।
×