ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৩২ বছরের পুরনো বন্দুক

প্রকাশিত: ০৬:০৯, ১৬ জানুয়ারি ২০১৫

১৩২ বছরের পুরনো বন্দুক

যুক্তরাষ্ট্রের একটি পার্কে সম্প্রতি ১৩২ বছরের পুরনো একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। গ্রেট বেসিন ন্যাশনাল পার্কের একটি গাছের সঙ্গে ঠেস দিয়ে রাখা অবস্থায় উদ্ধার হওয়া এ বন্দুকটির উৎস নিয়ে চলছে নানা গবেষণা। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকটি কে, কখন সেখানে রেখেছে এবং কেন সেটি এর আগে উদ্ধার করা সম্ভব হয়নি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করছেন গবেষকরা। পার্কের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ১৮৮২ সালে তৈরি করা বন্দুকটির গায়ে খোদাই করা রয়েছে মডেল-১৮৭৩। বন্দুকটি বিবর্ণ হয়ে ধূসর এবং এর নল বাদামী রং ধারণ করেছে। ইউপিআই নিরাপত্তা ঝুঁকিতে এ্যান্ড্র্রয়েড এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.৩ বা এর চেয়ে পুরনো সংস্করণের সিকিউরিটি আপডেট ইস্যু বন্ধ করে দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। ফলে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন লাখো এ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী। গুগলের এই পদক্ষেপ শনাক্ত করেছেন কয়েকজন সাইবার নিরাপত্তা গবেষক। নিরাপত্তা সংস্থা র‌্যাপিড সেভেন-এর টড বিয়ার্ডসলি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, সিকিউরিটি আপডেট বন্ধ করে দেয়ায় ৯৩ কোটিরও বেশি এ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী এখন আর গুগলের অফিশিয়াল সিকিউরিটি প্যাচ সাপোর্ট পাবেন না। তবে এ প্রসঙ্গে গুগলের মুখপাত্র কোন মন্তব্য করতে রাজি হননি। -বিবিসি
×