ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ক্ষুদে ক্রীড়া উৎসব

প্রকাশিত: ০৬:০৫, ১৬ জানুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জে ক্ষুদে ক্রীড়া উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে তিনব্যাপী ক্ষুদে ক্রীড়া উৎসব বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে ৪৬টি ইভেন্টে প্রায় ৮শ’ ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয়। প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে নিজস্ব মাঠে বসেছিল এই উৎসব। সমাপনী দিনে প্রতিযোগিতা প্রত্যক্ষ করে পুরস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর মোঃ রেজাউল করিম, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। রোবেনের ভাবনা স্পোর্টস রিপোর্টার ॥ অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন আরিয়েন রোবেন। তারকা এই উইঙ্গার বৃহস্পতিবার সাক্ষাতকারে বলেছেন, আগামী বছর কিংবা ১০ বছর পরও তিনি অবসর নিতে পারেন। হল্যান্ডের তারকা আরও বলেন, বেয়ার্ন মিউনিখের হয়েই ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা আছে তার। ৩০ বছর বয়সী রোবেন বলেন, আমি ঠিক কবে অবসর নেব নিশ্চিত করে বলতে পারছি না। ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছি। তবে, এ মুহূর্তে বেশ ভালই উপভোগ করছি। যতদিন ফিট থাকব ততদিন ফুটবল খেলে যাব। দু’বছর পরও অবসর নিতে পারি আবার দশ বছর পরও অবসর নিতে পারি। ব্রাজিল বিশ্বকাপ মাতানো এই তারকা আরও বলেন, পেপ গার্ডিওলা বেয়ার্ন মিউনিখের খেলার কৌশলে কিছুটা পরিবর্তন এনছেন। তবে নতুন কৌশলের সঙ্গে আমি মানিয়ে নিয়েছে। এ মৌসুমে আমি বিভিন্ন পজিশনে খেলেছি।
×