ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী প্রধান বিচারপতির সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ জানুয়ারি ২০১৫

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী প্রধান বিচারপতির সাক্ষাত

বিদায়ী প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে বাসসকে জানান, বৈঠকে প্রধান বিচারপতি দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোজাম্মেল হোসেন বলেন, তার আমলে আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। তিনি মামলার জট কমানোর জন্য আদালতের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।আবদুল হামিদ সফলভাবে দায়িত্ব পালন করার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। বিএনসিসি প্রতিনিধি দলের ভারত সফর ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি প্রতিনিধি দল ১৫-২৯ জানুয়ারি পর্যন্ত ভারত সফর করবে। মেজর তালুকদার শহীদ সুমন মোহাম্মাদের নেতৃত্বে বিএনসিসির সেনা, নৌ ও বিমান শাখার ১৩ সদস্যের দলে ছয় ছেলে ও ছয় মেয়ে ক্যাডেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও রাশিয়াসহ বিভিন্ন দেশের এনসিসি সদস্যবৃন্দ অংশগ্রহণ করবে। বিএনসিসি প্রতিনিধি দল প্রজাতন্ত্র দিবস প্যারেড উপভোগ করা ছাড়াও ১৫ দিনব্যাপী ভারতের প্রধানমন্ত্রী প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ভারত সরকারের আমন্ত্রিত অতিথি হিসেবে তাদের ভারতীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তিন বাহিনী প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ের ব্যবস্থা রাখা হয়েছে। -আইএসপিআর
×