ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাশা ডেনিমসের আইপিও লটারির ড্র রবিবার

প্রকাশিত: ০২:৫৯, ১৬ জানুয়ারি ২০১৫

শাশা ডেনিমসের আইপিও লটারির ড্র রবিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজি উত্তোলনের জন্য শাশা ডেনিমসের আইপিও লটারি আগামী রবিবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এই ড্র অনুষ্ঠিত হবে। এই সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) ও বিনিয়োগকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই কোম্পানির আইপিওতে মোট ৯৬৩ কোটি ২৭ লাখ টাকার আবেদন জমা পড়েছে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে শেয়ার ইস্যু করেছিল। কোম্পানির চাহিদার তুলনায় ৫ দশমিক ৫০ গুণ বেশি আবেদন। ন্যাশনাল ফিডের লেনদেন শুরু সোমবার অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজি উত্তোলন শেষে আগামী সোমবার থেকে পুঁজিবাজারে ন্যাশনাল ফিড মিলের শেয়ার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ‘এন’ ক্যাটাগরির অধীনে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসইতে এর ট্রেডিং কোড হবে ঘঋগখ এবং কোম্পানি কোড হবে ৯৯৬৪০। প্রসঙ্গত, ন্যাশনাল ফিড গত ২৭ নবেম্বর আইপিও লটারির ড্র করেছে। ইতোমধ্যে আইপিও বিজয়ীদের বিও হিসাবে শেয়ার পাঠিয়েছে কোম্পানিটি। এ কোম্পানির আইপিওতে ৪৫ গুণ বেশি আবেদন জমা পড়ে। কোম্পানিটি ১৮ কোটি টাকার শেয়ার ইস্যুর জন্য আবেদন করেছিল। এর বিপরীতে ৮১৩ কোটি ২৫ লাখ টাকার আবেদন জমা পড়ে। এ শেয়ারের নির্দেশক মূল্য ছিল ১০ টাকা।
×