ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজাহিদের আপীল শুনানি পিছিয়েছে

প্রকাশিত: ০৭:২৯, ১৫ জানুয়ারি ২০১৫

মুজাহিদের আপীল শুনানি পিছিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত আল বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপীল শুনানি পিছিয়েছে। বুধবার এই আপীল আবেদনের ওপর শুনানি শুরুর কথা থাকলেও আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপীল বেঞ্চ শুনানির দিন পিছিয়ে দিয়েছেন। আদালতে আসামিপক্ষের এ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন আদালতে জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী আদালতে নেই। তাদের সময় প্রয়োজন। এরপর বিষয়টি ‘নট টুডে’ হিসাবে আদেশ দেন আদালত। এ ধরনের আদেশের পর কোন মামলার পরবর্তী শুনানি নির্ভর করে কার্যতালিকার ওপর। এর আগে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপীল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মুজাহিদের আপীল আবেদন শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ঠিক করেছিলেন। পরে বুধবার ১৪ জানুয়ারি আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপীল বেঞ্চের কার্যতালিকায় আসে। বিচারপতি এসকে সিনহা ছাড়াও এ বেঞ্চে রয়েছেন, বিচারপতি মোঃ আব্দুল ওয়াহ্্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।
×