ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কমিটি গঠনের পরদিন অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি

প্রকাশিত: ০৪:৩৪, ১৫ জানুয়ারি ২০১৫

কমিটি গঠনের পরদিন অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃত্রিমভাবে দরবৃদ্ধি ও আর্থিক প্রতিবেদনে অসততার অভিযোগ তদন্তের সিদ্ধান্তের পরদিনই অলটেক্সের দর বেড়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিটি গঠনের পর আবারও সন্দেহজনক আচরণ করল বস্ত্র খাতের লোকসানী কোম্পানিটি। বুধবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ দশমিক ৫০ শতাংশ। দিনটিতে কোম্পানিটির ১০ কোটি টাকার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য দাঁড়ায় ৩৫ দশমিক ৫০ টাকা, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৩৫ দশমিক ৬০ টাকা। জানা গেছে, অলটেক্স ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে লোকসানী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তবে গত বছর হঠাৎ করেই কোম্পানিটি মুনাফায় ফিরে আসে। এতে শেয়ারদরও অস্বাভাবিক হারে বেড়ে যায়। কোম্পানিটির প্রতিবেদনে অসঙ্গতির অভিযোগ উঠেছে। এটি খতিয়ে দেখতেই কমিশন কমিটি গঠন করে। এর আগে আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি ও শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধিতে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের (সুবিধাভোগী ব্যবসা) আশঙ্কা করছে বিএসইসি, যে কারণে লেনদেনসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মঙ্গলবার কমিশনে একটি কমিটিও গঠন করা হয়। আর্থিক প্রতিবেদনে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ থাকলেও নির্ধারিত সময়ে ব্যবস্থা না নেয়ায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন হয়ে গেছে। এতে ‘জেড’ ক্যাটাগরি থেকে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
×