ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাংরাপ্রীতির মূল্য

প্রকাশিত: ০৪:৩২, ১৫ জানুয়ারি ২০১৫

ভাংরাপ্রীতির মূল্য

ভাংরার তালে তাল না মিলিয়ে থাকতেই পারেন না বার্মিংহামের সতিন্দর খোলি। ৭২ বছরের এই নারী যখনই ‘পাঞ্জাবি বিটস’ ভাংরা মিউজিক শোনেন, তখন জোরেই শোনেন! সেই শব্দব্রহ্মের আঘাতে অতিষ্ঠ হয়ে বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হন তার পড়শিরা। জোরে গান বাজিয়ে শব্দদূষণ করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সতিন্দর এবং তাকে ২০০০ পাউন্ড জরিমানা করেছে বার্মিংহাম ডিস্ট্রিক্ট আদালত। আসলে তিনি কানে কম শোনেন। -ওয়েবসাইট কানের মাপে হেডফোন গান শোনার সময় কান থেকে হেডফোন বার বার পড়ে যাওয়ার বিড়ম্বনা এড়াতে থ্রিডি স্ক্যানিং এবং প্রিন্টিং প্রযুক্তি কাজে লাগিয়ে হেডফোনের জন্য ‘কাস্টম মেইড ইয়ারপিস’ বানাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান হারমান ও ইউনাইটেড সায়েন্সেস। প্রত্যেক ব্যবহারকারীর কানের গঠন আলাদাভাবে স্ক্যান করে প্রত্যেকের জন্য আলাদা মাপের ইয়ারপিস তৈরি করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, থ্রিডি স্ক্যানের জন্য তিনটি ভিন্ন ধরনের স্ক্যানার একসঙ্গে ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায়- রিং লেসার, লাইন লেসার ও মুভমেন্ট ট্র্যাকার। -ম্যাশাবলডটকম
×