ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় জাতীয় ঐক্যের আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস

প্রকাশিত: ০৪:৩২, ১৫ জানুয়ারি ২০১৫

শ্রীলঙ্কায় জাতীয় ঐক্যের আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস

শ্রীলঙ্কায় এ প্রথম একজনকে সেন্ট ঘোষণা করেছেন পোপ ফ্রান্সিস। বুধবার কলম্বোতে সাগর তীরে পাঁচ লাখের বেশি লোকের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি একই সঙ্গে সেদেশে জাতীয় ঐক্য ও সমঝোতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সদ্য গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসা দেশটিতে ঐক্য প্রতিষ্ঠার জন্য সপ্তদশ শতাব্দীর ধর্মযাজক জোসেফ ভাজ একটি মডেল হতে পারেন। খবর ওয়েবসাইটের। পোপ মঙ্গলবারই ভাজকে শ্রীলঙ্কায় ধর্মীয় সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছিলেন। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে তিন দশকের বেশি গৃহযুদ্ধ চলে। এ যুদ্ধ ছিল মূলত সিংহলী বৌদ্ধ ও তামিল হিন্দুদের মধ্যে। পোপ বলেছেন, দুই সম্প্রদায়ের মধ্যে এখন সমঝোতা প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভাজ উভয় সম্প্রদায়ের জন্য একটি দৃষ্টান্ত হতে পারেন। ভাজ শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গিয়েছিলেন বলে পোপ উল্লেখ করেন। ভাজ ১৬৫১ সালে ভারতের গোয়ায় জন্মগ্রহণ করেছিলেন। এটি তখন পর্তুগীজ উপনিবেশ ছিল। ৩৬ বছর বয়সে ভিক্ষুকের বেশে দক্ষিণে যাত্রা শুরু করেন এবং সিংহল দ্বীপে এসে গুপ্তচর সন্দেহে আটক হন। তখন বৌদ্ধ রাজা ও ঔপনিবেশিক ইউরোপীয়রা তখন ভাগ করে সিংহল (শ্রীলঙ্কার পূর্ব নাম) শাসন করছিলেন। ভাজ বৌদ্ধ রাজার অধীনে অনেক বছর কাজ করেন। ২০০৯ সালে সেনাবাহিনী সর্বাত্মক শক্তি প্রয়োগ করে পৃথক দেশ প্রতিষ্ঠার দাবিতে তামিলদের তিন দশকের বিদ্রোহের অবসান ঘটায়। সেটি করতে গিয়ে সেনাবাহিনী মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিল বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বহু বেসামরিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল।
×