ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরি বোরো মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা

প্রকাশিত: ০৩:১২, ১৫ জানুয়ারি ২০১৫

ইরি বোরো মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা

কৃষ্ণ ভৌমিক, পাবনা থেকে ॥ চট্টগ্রাম থেকে সার পরিবহনকারী কার্গো টানা অবরোধের কারণে বাঘাবাড়ী নৌবন্দরে আসা বন্ধ রয়েছে। সারবাহী কার্গো না আসায় উত্তরাঞ্চলের ১৬ জেলার বাফার গোডাউনে সার পরিবহনও বন্ধ হয়ে গেছে। সার পরিবহনে এই অচলাবস্থা চলতে থাকলে আসন্ন ইরি-বোরো মৌসুমে সার সঙ্কটের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, আসন্ন ইরি-বোরো মৌসুমে উত্তরাঞ্চলে প্রায় ৪ লাখ টন রাসায়নিক সারের চাহিদা রয়েছে। মৌসুমের এ চাহিদা পূরণে চট্টগ্রাম থেকে কার্গো জাহাজে সার পরিবহন করে বাঘাবাড়ী নৌবন্দরে আনা হয়। বাঘাবাড়ী নৌবন্দর থেকে এ সার সড়কপথে ট্রাকযোগে উত্তরাঞ্চলের ১৪টি বাফার গোডাউনে মজুদ করা হয়। ২০ দলীয় জোটের টানা অবরোধের কবলে রাসায়নিক সারবাহী কার্গো আসা বন্ধ হয়ে গেছে। এ কারণে আসন্ন ইরি-বোরো মৌসুমে উত্তরাঞ্চলে বাফার গুদামে সারের আপৎকালীন মজুদ গড়ে তোলা সম্ভব হচ্ছে না। তাই আসন্ন ইরি-বোরো মৌসুমে উত্তরাঞ্চলে সার সঙ্কটের আশঙ্কা করছেন সার পরিবহন ঠিকাদাররা। গত বছর এ সময়ে পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল, গ্রামসিকো লিঃ, মেসার্স নবাব এ্যান্ড কোং, মেসার্স প্রোটন ট্রেডার্স ও রেক্সমকো প্রতিদিন শত শত ট্রাকযোগে বাঘাবাড়ী, পার্বতীপুর, রংপুর, পুলহাট, চরকাই, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগা, পঞ্চগড়, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, মহেন্দ্রনগর, সান্তাহার, কুড়িগ্রামের ১৪টি বাফার গোডাউনে ৪-৫ হাজার টন সার পরিবহন করত। সেখানে এখন প্রতিদিন ৩-৪ ট্রাক সার ঝুঁকি নিয়ে পরিবহন করা হচ্ছে। বাঘাবাড়ী নৌবন্দর হ্যান্ডলিং ইজারাদার আব্দুস সালাম জানিয়েছেন, টানা অবরোধে সারবাহী কার্গো জাহাজের দেখা মিলছে না। সার পরিবহনে অচলাবস্থা বিরাজ করায় বাঘাবাড়ী নৌবন্দরের ১ হাজার ২শ’ শ্রমিক বেকার মানবেতর জীবন কাটাচ্ছে। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে জানায়, ৯৮ লাখ টাকা সরকারী খাতে জমা দিয়ে তিনি ১ বছরের জন্য নৌবন্দরের লেবার হ্যান্ডলিং ইজারা নিয়েছেন। টানা অবরোধে তার প্রতিদিন লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। অন্যদিকে কৃষকের সার প্রাপ্তিতেও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। বাঘাবাড়ী বিসিআইসি বাফার স্টকের ইনচার্জ সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন বাফার গুদামে মঙ্গলবার পর্যন্ত ১৭ হাজার ৫শ’ ২৫ টন সার মজুদ রয়েছে। স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে নছিমন-করিমন দিয়ে এ সার সরবরাহ করা হচ্ছে। সার পরিবহনকারী ঠিকাদাররা অবিলম্বে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে জরুরী ভিত্তিতে বাঘাবাড়ী নৌবন্দরে কার্গো জাহাজে সার পাঠানোর দাবি জানিয়েছে।
×