ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে বিদ্যুত স্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০৩:১০, ১৫ জানুয়ারি ২০১৫

হবিগঞ্জে বিদ্যুত স্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ শীতকালীন মহড়ায় এসে বুধবার সকালে হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের পল্লী ঝিটকায় বিদ্যুতস্পর্শে অর্জুন কুমার ঝাঁ (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহত অর্জুন রংপুর জেলা সদরের বড়বাড়ি গ্রামের বাসিন্দা বিনয় কুমার ঝাঁর পুত্র। রূপগঞ্জে গার্মেন্টস কর্মকর্তাকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ রূপগঞ্জে দাবি না মানায় এক গার্মেন্টস কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে ঝুট সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার যাত্রামুড়া এলাকার সজিব নীটওয়্যার গার্মেন্টসে এ হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শাজাহান মিয়া জানান, যাত্রামুড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও শিল্প প্রতিষ্ঠানে ঝুট সন্ত্রাসী রকি ও তার লোকজন কিছুদিন যাবত সজিব গার্মেন্টসে এসে পেশীশক্তির বলে ঝুট দাবি করছিল। অপরদিকে তারা গার্মেন্টসে কেবল তাদের লোকজনকে নিয়োগ দেয়ার দাবি জানিয়ে আসছিল। বগুড়ায় কলেজ শিক্ষার্থীকে হত্যা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম আসাদুজ্জামান সোনা মিয়া (২২)। সে গাইবান্ধার সাঘাটা উপজেলার গড়েরপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। বগুড়া শহরের মালগ্রাম স্টার মেসে থেকে সে লেখাপড়া করছিল। সে সরকারী শাহ সুলতান কলেজের ইংরেজী সম্মানের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। গজারিয়া আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আগুন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ সোলাইমান দেওয়ানের ব্যক্তিগত কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ভাটেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের জানালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। স্থানীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আগুনে পুড়ে গেছে কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ জরুরী কাগজপত্র ও চেয়ার-টেবিল। মাদারীপুরে হাবি হত্যা পাঁচ আসামির জামিন নামঞ্জুর নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৪ জানুয়ারি ॥ মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামের চাঞ্চল্যকর হাবিবুর রহমান ওরফে হাবি চৌকিদার হত্যা মামলার ৫ আসামির জামিন বুধবার নামঞ্জুর করে জেল-হাজতে পাঠিয়েছে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোঃ জাকারিয়া। আসামিরা হলো একই এলাকার আব্দুল ওহাব মাতুব্বর (৫৫), মোঃ দেলোয়ার মাতুব্বর (৩৪), আঃ রব ভাউরিয়া (৫০), মোঃ মেরাজ ভাউরিয়া (৩৫) ও মোঃ সাবু ভাওরিয়া (৩৭)। আসামিদের জামিন নামঞ্জুর হওয়ায় বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে আসামিদের আত্মীয়-স্বজন। চট্টগ্রামে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বুধবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অভিযান চালিয়ে নৌবাহিনী সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিশাল ইয়াবার চালান আটক করেছে। ভোর রাতে নিরাপদ রুট হিসেবে মাছ ধরার নৌযানের বেশে ইয়াবা ট্যাবলেট চট্টগ্রামে পাচারের চেষ্টার সময় নৌবাহিনীর চোরাচালান বিরোধী দলের মুখে পড়ে। নৌবাহিনীর সদস্যরা নৌকাভর্তি ১ লাখ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। বাউবি’র বিএড প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৪ জানুয়ারি ॥ বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি’র) বিএড প্রোগ্রামের ১ম সিমেস্টারের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
×