ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডনিতে রাদওয়ানাস্কার হার

প্রকাশিত: ০৬:১২, ১৪ জানুয়ারি ২০১৫

সিডনিতে রাদওয়ানাস্কার হার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের শুরুতেই চমক দেখান এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট হপম্যান কাপে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দেন তিনি। কিন্তু নতুন মৌসুমের প্রথম শিরোপা জিতে দারুণভাবে শুরু করলে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় পর্বেই পরাজয় দেখেন পোল্যান্ডের এই টেনিস তারকা। মঙ্গলবার দ্বিতীয় পর্বের ম্যাচে স্পেনের জার্বিন মুগুরুজার কাছে ৩-৬, ৭-৬ (৭/৪) এবং ৬-২ গেমে হার মানেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। আর এমন পরাজয়ে হতাশ এই পোলিশ তারকা। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ঠিক আগে এই পরাজয় স্বাভাবিকভাবেই যেন তাকে কিছুটা পেছনের দিকে ঠেলে দেবে। আর রাদওয়ানাস্কাকে পরাজিত করেন টুর্নামেন্টের তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করায় উচ্ছ্বসতি স্প্যানিশ টেনিস খেলোয়াড় জার্বিন মুগুরুজা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে অবস্থান করছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিততে পারেননি তিনি। তবে গত কয়েক মৌসুম ধরেই পাদপ্রদীপের আলোয় অবস্থান তার। অন্যদেিক টেনিস র‌্যাঙ্কিংয়ে মুগুরুজার অবস্থান ২৪তম। যে কারণে স্বাভাবিকভাবেই দ্বিতীয়পর্বে রাদওয়ানাস্কা এগিয়ে। শুরুটাও ঠিক দারুণ জয় দিয়েই করেন তিনি। প্রথম সেটে ৬-৩ গেমে হারিয়ে দেন মুগুরুজাকে। কিন্তু পরের দুটি সেটেই ঘুরে দাঁড়ান এই স্প্যানিয়ার্ড। দুটি সেটই জিতে নেন তিনি। জার্বিন মুগুরুজা গত মৌসুমে হোবার্ট কাপের শিরোপা জয়ের স্বাদ পান। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে দারুণ জয়ে তিনি প্রমাণ করলেন যে এখনও নিজের সেরাটা দেয়ার সময় আছে তার। আর এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কার দাবি সে খুবই ক্লান্ত। কারণ মৌসুমের শুরুতেই টেনিসে কোর্টে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ বিষয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে থাকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা বলেন, ‘প্রকৃতপক্ষে আমি কিছুটা ক্লান্ত। কারণ গত কয়েকটা ম্যাচে বেশ লম্বা সময় ধরে খেলতে হয়েছে আমাকে। বিশেষ করে মিশ্র দ্বৈতে খেলার পর খুব বেশি সময় বিশ্রাম নিতে পারিনি আমি।’ তবে এ সময় প্রতিপক্ষ মুগুরুজারও প্রশংসা করেছেন তিনি। এ বিষয়ে টেনিসের সাবেক দুই নাম্বার এই তারকা বলেন, ‘আমি মনে করি সে (মুগুরুজা) দারুণ সম্ভাবনাময় একজন খেলোয়াড়। আর প্রত্যেক দিনই সে খুব ভাল খেলছে। মোটকথা ক্রমেই সে নিজেকে ভাল অবস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এবং অবশ্যই সে ভবিষ্যতে আরও বেশি ভাল করবে।’
×