ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিডনি থেকে সরে দাঁড়ালেন হ্যালেপ

প্রকাশিত: ০৬:০৯, ১৪ জানুয়ারি ২০১৫

সিডনি থেকে সরে দাঁড়ালেন হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট। আর এই ইভেন্টে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নাম্বার তারকা সিমোনা হ্যালেপ। মূলত পাকযন্ত্রের প্রদাহের কারণেই মঙ্গলবার এই ইভেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের প্রথম ম্যাচে হ্যালেপের প্রতিপক্ষ ছিলেন চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। আর হ্যাপেল প্রত্যাহার করে নেয়ার কারণে ওয়াকওভারে জয় পান তিনি। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে ধারাবাহিকভাবে পারফর্মেন্স করছেন সিমোনা হ্যালেপ। তবে গত মৌসুমটা ছিল তার জন্য দারুণ উপভোগ্য। রোলা গ্যারোর ফাইনালে উঠার কীর্তি গড়েন তিনি এবং উইম্বল্ডনের সেমিফাইনালেরও টিকেট নিশ্চিত হ্যালেপ। আর টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা তিন নাম্বারে থেকে গত মৌসুম শেষ করেন তিনি। নতুন মৌসুমের শুরুটাও বেশ ভালভাবে করেছেন এই রোমানিয়ান। সদ্যই শেষ হয়েছে শেনঝেন ওপেন। আর সেই ইভেন্টের শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ফাইনালে সুইজারল্যান্ডের তিমিয়া বাকজিনিস্কিকে পরাজিত করে নতুন মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান রোমানিয়ার এই প্রতিভাবান টেনিস তারকা। সেই উচ্ছ্বাস কাটতে না কাটতেই আবারও সিডনিতে কোর্টে নামার কথা ছিল তার। কিন্তু এবার তার সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াল চোট। পাকস্থলীর প্রদাহের কারণে তার আর লড়াইয়ে নামা হলো না। তবে খেলতে শতভাগ চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে সিমোনা হ্যালেপ বলেন, ‘চায়নাতে যখন শেনঝেন ওপেন চলছিল তখনই এই সম্যসার সৃষ্টি হয়। তাই এবার নিজেকে খেলার মতো যোগ্য মনে করছি না। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। ভেবেছি যে কোর্টে নামা যায় কি না। কিন্তু আসলেই আমি পারছিলাম না। আমার কাছে মনে হয়েছে এখানে খেলাটা আমার জন্য বেশ কঠিন হবে। আর এ কারণেই এই ইভেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিলাম। যা আমার কাছে মনে হয়েছে ভাল সিদ্ধান্ত।’ আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে প্রথম গ্র্যান্ডসøাম জয়ের লড়াই। আর সেখানে নিজেকে মেলে ধরতে চাইবেন হ্যালেপও। যে কারণে রোমানিয়ান এই তারকা প্রত্যাশা করছেন দুই একদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
×