ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাসকিন-তাইজুল সংক্ষিপ্ত তালিকায়

প্রকাশিত: ০৬:০৭, ১৪ জানুয়ারি ২০১৫

তাসকিন-তাইজুল সংক্ষিপ্ত তালিকায়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে ২০১৪ সাল ছিল আলোচনা, বিতর্ক আর রেকর্ডের বছর। যার শুরুই হয়েছিল কোরি এ্যান্ডারসনের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির নতুন রেকর্ড দিয়ে, রোহিত শর্মার অবিশ্বাস্য ২৬৪ রানের ইনিংস। বছরজুড়ে ব্যাটসম্যানদের ছক্কা-বৃষ্টি, কুমার সাঙ্গাকারার রানবন্যা। এত কিছুর মাঝেও দলীয় সাফল্যে বাংলাদেশের অবস্থা ছিল খুবই নাজুক। দল হিসেবে টাইগারদের শত ব্যর্থতার মাঝে ব্যক্তিগত নৈপুণ্যের দ্যুতি ছড়িয়ে ক্রিকেটের সর্বাপেক্ষা জনপ্রিয় সাইট ‘ইএসপিএন-ক্রিকইনফো-২০১৪ এ্যাওয়ার্ডের’ সংক্ষিপ্ত তালিকায় টিকে আছেন দুই তারুণ তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। দ্রুতগতির পেসার তাসকিন ওয়ানডে ও স্পিনার তাইজুল সেরা হওয়ার দৌড়ে আছেন টেস্টের সংক্ষিপ্ত তালিকায়। ১৭ জুন, ২০১৪ ভারতের বিপক্ষে অভিষেকেই ৮ ওভারে ২৮ রান দিয়ে ভারতের ৫ উইকেট তুলে নিয়ে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন তাসকিন। দল হারলেও ম্যাচে ১৯ বছর বয়সী ডানহাতি আগুন ঝড়িয়ে সাজঘরে ফেরান পাঁচ ভারতীয় রবিন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, আমবাতি রাইডু, স্টুয়ার্ট বিনি ও অমিত মিশ্রকে। অবিশ্বাস্য ওই নৈপুণ্যের জন্যই সেরাদের সেরা হওয়ার দৌড়ে তৃতীয় স্থানে বাংলাদেশী সেনসেশনাল পেসার। মজার বিষয় সংক্ষিপ্ত তালিকায় সেরা আট জনের সবাই পেসার! সবার ওপরে ইনজুরি-অপারেশনে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে থাকা লাসিথ মালিঙ্গা। ‘ডেথ ওভারে’ প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান জমদূত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৫২ রানের ৫ উইকেট নিয়ে তালিকায় স্থান করে নেন। বাকিরা হলেন ক্রিস জর্ডান, স্টুয়ার্ট বিনি, মরনে মরকেল, জস হ্যাজলউড, ক্রিস ওকস ও ম্যাট হেনরি। তাইজুলের গল্পটাও চমকজাগানিয়া। ২৫ অক্টোবার ঢাকায় জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়ে ক্রিকইনফোর লিস্টে নাম লেখান নাটোরে জন্ম নেয়া ২২ বছর বয়সী বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। মজার বিষয় টেস্ট শ্রেষ্ঠত্বের দৌড়ে থাকা সবাই বাঁ-হাতি! এগিয়ে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন, যিনি আইসিসির বর্তমান বর্ষসেরা ক্রিকেটার। উল্লেখ্য, ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির দেয়া এ্যাওয়ার্ডের পর ক্রিকইনফোর এই পুরস্কারই ক্রিকেটের অন্যতম সম্মাণীয় পুরস্কার। টেস্টে রেসে আছেন রায়ান হ্যারিস, মরনে মরকেল, রঙ্গনা হেরাথ, ইশান্ত শর্মা, জেমস এ্যান্ডারসন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জুনায়েদ খান, রাহাত আলি, মার্ক ক্রেইগ ও নাথান লেয়ন। ওয়ানডে ব্যাটিংয়ের সংক্ষিপ্ত তালিকাÑ জেমস ফাকনার, কোরি এ্যান্ডারসন, রবিন্দ্র জাদেজা, শামসুল্লাহ শেনওয়ারি, শহীদ আফ্রিদি, জশ বাটলার, এবি ডি ভিলিয়ার্স, মিচেল মার্শ, সুরেস রায়না, রোহিত শর্মা ও স্টিভেন স্মিথ।
×