ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে গাছের নিচে ক্লাস ॥ স্কুল ভবন পরিত্যক্ত

প্রকাশিত: ০৩:৫৮, ১৪ জানুয়ারি ২০১৫

টাঙ্গাইলে গাছের নিচে ক্লাস ॥ স্কুল ভবন পরিত্যক্ত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ জানুয়ারি ॥ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মসিন্দা চেচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় দীর্ঘদিন ধরে শীত-কুয়াশা ও রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে অতিকষ্টে কোমলমতি ছেলে মেয়েরা গাছের নিচে ক্লাস করছে। জানা যায়, উপজেলা মসিন্দা চেচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু করে ১৯৭৭ সালে। পরে ১৯৯২/৯৩ সালের অর্থবছরের স্কুলের ভবনটি নির্মাণ করার পর বেশ সুন্দর পরিবেশে ছাত্র-ছাত্রীরা ক্লাস করে আসছিল। কিন্তু ভবন নির্মাণের ৫ বছর পর আবার সংস্কার করা হয়েছিল। কিন্তু নামমাত্র সেই সংস্কার বেশি দিন টেকেনি। তারপর ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস করতে থাকলে অভিভাবক শিক্ষক, পরিচালনা পরিষদ, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এ অবস্থায় কালিহাতী উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এসএম মেজবাহউল ইসলাম ২০১৩ সালের ৫ মে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। তারপর থেকে শীত-কুয়াশা ও রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে অতিকষ্টে শিক্ষার্থীরা গাছের নিচে ক্লাস করছে। অনার্স (৪র্থ বর্ষ) পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৩ জানুয়ারি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এবারই প্রথম পরীক্ষা অনুষ্ঠানের মাত্র ১৮ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় রেকর্ড সৃষ্টি করেছে। পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকাল ৩টা হতে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে তা জানা যাবে। যেসব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সংশোধিত ফলাফল আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফল িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোন মোবাইল থেকে ঝগঝ করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে গবংংধমব অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>য৪ <ংঢ়ধপব> জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে।
×