ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিরোধ নিষ্পত্তি কমিটির যাত্রা শুরু

প্রকাশিত: ০৩:৪৯, ১৪ জানুয়ারি ২০১৫

বিরোধ নিষ্পত্তি কমিটির যাত্রা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) গঠিত বিরোধ নিষ্পত্তি কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুর হলো। তবে বিরোধ নিষ্পত্তির এ সেবা পেতে পলিসি গ্রাহককে বিরোধপূর্ণ দাবির দুই শতাংশ অর্থ ফি হিসেবে আইডিআরএ’র কাছে জমা দিতে হবে। আইডিআরএ প্রতিষ্ঠার সাড়ে তিন বছর পর পলিসি হোল্ডারদের হয়রানি ও ভোগান্তির শিকার যাতে না হন এজন্যই মূলত গঠিত করা হয়েছে বিরোধ নিষ্পত্তি কমিটি। মঙ্গলবার আইডিআরএ’র কার্যালয়ে গঠিত বিরোধ নিষ্পত্তি কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত বিরোধ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আরায়েশ উদ্দিন, কমিটির সদস্য সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ড. সোহরাব উদ্দিন, আইডিআরএ সদস্য মোঃ কুদ্দুস খান ও অর্থনীতিবিদ এমএ বাকী খলীলী। এক্সিম ব্যাংকের দু’টি এওয়ার্ড অর্জন এক্সিম ব্যাংককে ‘ইউরোপিয়ান কোয়ালিটি এওয়ার্ড ২০১৪’ ও ‘বেস্ট কোয়ালিটি লিডারশিপ এওয়ার্ড ২০১৪’ প্রদান করেছে যথাক্রমে যুক্তরাজ্যভিত্তিক ইউরোপ বিজনেস এসেম্বলি (ইবিএ) এবং সুইজারল্যান্ডভিত্তিক ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চ (ইএসকিউআর)। আন্তর্জাতিক মান, উন্নত ব্যবস্থাপনা ও গ্রাহক সেবা, অসামান্য নেতৃত্ব গুণ, উদ্ভাবনী ব্যাংকিং ও ব্যবসায় ক্রমন্নোতির জন্য সম্প্রতি এক্সিম ব্যাংককে এই এওয়ার্ড প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
×