ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এটিএম বুথ স্থাপনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না

প্রকাশিত: ০৩:৪৮, ১৪ জানুয়ারি ২০১৫

এটিএম বুথ স্থাপনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকগুলো এটিএম বুথ স্থাপন করতে পারবে। এছাড়া ব্যাংকের শাখা বা অন্য কাজের জন্য ভাড়া নেয়ার পর একবার কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিলে পরবর্তী নবায়নের জন্য আর অনুমতির প্রয়োজন হবে না। এটিএম স্থাপন ও শাখার কার্যক্রম সহজ করার লক্ষ্যে আগের নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এতো দিন ২০১২ সালে বাংলাদেশ ব্যাংকের জারি করা ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালার আলোকে এটিএম বুথ স্থাপন ও স্থাপনা ভাড়া নিতো ব্যাংকগুলো। ওই নীতিমালার ৪(খ) সংশোধন করে নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে এটিএমসহ সব ধরনের ইলেকট্রনিক বুথ স্থাপন করতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না। তবে এটিএম বুথ স্থাপনের ভাড়া ও খরচের ক্ষেত্রে আবশ্যিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। এছাড়া ভাড়া বা অন্য খরচের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কোন অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট বুথের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
×