ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোনাস শেয়ার পাঠাল দুই কোম্পানি

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ জানুয়ারি ২০১৫

বোনাস শেয়ার পাঠাল দুই কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হচ্ছে- মিথুন নিটিং ও ফু-ওয়াং ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বিও হিসাবে বোনাস শেয়ার পাঠানো হয়েছে বলে উভয় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর মিথুন নিটিং ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া একই তারিখে ফু-ওয়াং ফুড ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। ন্যাশনাল ফিডের শেয়ার বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা ন্যাশনাল ফিড মিলসের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) এ্যাকাউন্টে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। তবে কোম্পানিটির লেনদেন কবে শুরু হচ্ছে, এ বিষয়ে ডিএসই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এর আগে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়।
×